নেত্রকোনায় পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু 

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ২০:১০

নেত্রকোনা, ৩১ মে, ২০২৫ (বাসস) : জেলার কেন্দুয়া উপজেলায় আজ বজ্রপাতে মীম আক্তার (১০) নামের এক শিশু নিহত হয়েছে। একই উপজেলায় আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফা আক্তার (৩০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

আজ শনিবার বিকালে কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ডুমদি গ্রামে বজ্রপাতে শিশু মীম আক্তার মারা যায়। মীম আক্তার জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ডুমদি গ্রামের আলী উসমান ও রীনা আক্তারেরর মেয়ে।

অন্যদিকে, শনিবার সকালে একই উপজেলার রোয়াইল বাড়ি ইউনিয়নের কুতুবপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফা আক্তারের মৃত্যু হয়েছে। মারুফা আক্তার কেন্দুয়া উপজেলার রোয়াইল বাড়ি ইউনিয়নের কুতুবপুর গ্রামের সোহেল মিয়ার স্ত্রী। 

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শনিবার বিকালে বৃষ্টি কিছুটা থেমে গেলে শিশু মীম আক্তার তার মায়ের সাথে হাওরের মাঠ থেকে গরু আনতে যায়। কিন্তু ফেরার পথে পুনরায় বৃষ্টি শুরু হলে শিশুটি দৌঁড়ে চলে আসতে চাইলে, বাড়ির নিকটেই বজ্রপাতে সে নিহত হয়।  

নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস জানান, বজ্রপাতে নিহত শিশুটির পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আরও জানান, শনিবার সকালে উপজেলার রোয়াইল বাড়ি ইউনিয়নের কুতুবপুর গ্রামে বৈদ্যুতিক তার ছিঁড়ে ঘরের টিনের সাথে লেগে থাকায় সোহেল মিয়ার স্ত্রী মারুফা আক্তার বিদুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে পাশ্ববর্তী  নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
শ্রমিক জাগরণের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে শিমুল বিশ্বাসের আহবান
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টার অভিনন্দন 
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত
১০