দক্ষিণাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি হয়েছে : নৌ পরিবহন উপদেষ্টা

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ২০:১৮
নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম শাখাওয়াত হোসেন শনিবার দুপুরে ভোলার ইলিশা ফেরিঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি: বাসস

ভোলা, ৩১ মে, ২০২৫ (বাসস) : নৌ পরিবহণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম শাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকারের আমলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান উন্নয়ন হয়েছে।

আজ শনিবার দুপুরে ভোলার ইলিশা ফেরিঘাট পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘দেশে ফেরির সংকট রয়েছে, কিছু ফেরি পুরোনো হয়ে গেছে এবং এখনো আরিচা-দৌলতদিয়া রুটে চলছে। তারপরও বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দক্ষিণাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে।’

উপদেষ্টা জানান, ভোলা-ঢাকা নৌরুটে ফেরি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘সরকারি ফেরি ইতোমধ্যে অনেক জায়গায় চালু করা হয়েছে। যেখানে যাত্রী পারাপারে সমস্যা রয়েছে, যেমন—মহেশখালী, সন্দ্বীপ-সেখানে ফেরি দেয়া হয়েছে। এখন কুতুবদিয়াও ফেরি চাচ্ছে। কিছু নতুন ফেরি চলতি বছরের শেষ দিকে দেশে এসে পৌঁছাবে, তখন পর্যায়ক্রমে বিভিন্ন রুটে সেগুলো চালু করা হবে।’

এর আগে উপদেষ্টা দুপুর ২টায় ইলিশা ফেরিঘাটে পৌঁছান এবং পরে চরফ্যাশন উপজেলার চর কচ্ছপিয়া নৌ-ঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
শ্রমিক জাগরণের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে শিমুল বিশ্বাসের আহবান
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টার অভিনন্দন 
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত
১০