দক্ষিণাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি হয়েছে : নৌ পরিবহন উপদেষ্টা

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ২০:১৮
নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম শাখাওয়াত হোসেন শনিবার দুপুরে ভোলার ইলিশা ফেরিঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি: বাসস

ভোলা, ৩১ মে, ২০২৫ (বাসস) : নৌ পরিবহণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম শাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকারের আমলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান উন্নয়ন হয়েছে।

আজ শনিবার দুপুরে ভোলার ইলিশা ফেরিঘাট পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘দেশে ফেরির সংকট রয়েছে, কিছু ফেরি পুরোনো হয়ে গেছে এবং এখনো আরিচা-দৌলতদিয়া রুটে চলছে। তারপরও বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দক্ষিণাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে।’

উপদেষ্টা জানান, ভোলা-ঢাকা নৌরুটে ফেরি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘সরকারি ফেরি ইতোমধ্যে অনেক জায়গায় চালু করা হয়েছে। যেখানে যাত্রী পারাপারে সমস্যা রয়েছে, যেমন—মহেশখালী, সন্দ্বীপ-সেখানে ফেরি দেয়া হয়েছে। এখন কুতুবদিয়াও ফেরি চাচ্ছে। কিছু নতুন ফেরি চলতি বছরের শেষ দিকে দেশে এসে পৌঁছাবে, তখন পর্যায়ক্রমে বিভিন্ন রুটে সেগুলো চালু করা হবে।’

এর আগে উপদেষ্টা দুপুর ২টায় ইলিশা ফেরিঘাটে পৌঁছান এবং পরে চরফ্যাশন উপজেলার চর কচ্ছপিয়া নৌ-ঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে নানা সিদ্ধান্ত
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ব্রাজিলে মতবিনিময় সভায় প্রধান বিচারপতি, বিচার প্রক্রিয়ায় এআই অন্তর্ভুক্তিতে গুরুত্বারোপ 
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস ও সময়সূচি প্রকাশ
১৫ সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২১.৮ শতাংশ
বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা
সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার দায়ে আটক ৫, মাছ ও নৌকা জব্দ
সিরাজগঞ্জে অনূর্ধ্ব-১৬ বালক-বালিকা দাবা প্রতিযোগিতা সমাপ্ত
সেপ্টেম্বরকে মাদকবিরোধী মাস ঘোষণা করে অভিযান শুরু করেছে কারা অধিদপ্তর 
বরিশালে অসহায় পরিবারকে সেলাই মেশিন বিতরণ
১০