দক্ষিণাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি হয়েছে : নৌ পরিবহন উপদেষ্টা

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ২০:১৮
নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম শাখাওয়াত হোসেন শনিবার দুপুরে ভোলার ইলিশা ফেরিঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি: বাসস

ভোলা, ৩১ মে, ২০২৫ (বাসস) : নৌ পরিবহণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম শাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকারের আমলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান উন্নয়ন হয়েছে।

আজ শনিবার দুপুরে ভোলার ইলিশা ফেরিঘাট পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘দেশে ফেরির সংকট রয়েছে, কিছু ফেরি পুরোনো হয়ে গেছে এবং এখনো আরিচা-দৌলতদিয়া রুটে চলছে। তারপরও বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দক্ষিণাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে।’

উপদেষ্টা জানান, ভোলা-ঢাকা নৌরুটে ফেরি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘সরকারি ফেরি ইতোমধ্যে অনেক জায়গায় চালু করা হয়েছে। যেখানে যাত্রী পারাপারে সমস্যা রয়েছে, যেমন—মহেশখালী, সন্দ্বীপ-সেখানে ফেরি দেয়া হয়েছে। এখন কুতুবদিয়াও ফেরি চাচ্ছে। কিছু নতুন ফেরি চলতি বছরের শেষ দিকে দেশে এসে পৌঁছাবে, তখন পর্যায়ক্রমে বিভিন্ন রুটে সেগুলো চালু করা হবে।’

এর আগে উপদেষ্টা দুপুর ২টায় ইলিশা ফেরিঘাটে পৌঁছান এবং পরে চরফ্যাশন উপজেলার চর কচ্ছপিয়া নৌ-ঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দশম ওয়েজ বোর্ড গঠন ও নবম ওয়েজ বোর্ড পূর্ণ বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী সাংবাদিকদের সমাবেশ
বিএনপি ক্ষমতায় এলে বিদ্যুৎ খাতের ইনডেমনিটি আইন বাতিল করা হবে : রিজভী
বিগত তিনটি সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ বিষয়ে তদন্ত কমিশনে শুনানি শুরু  
সাদিকুরের সেঞ্চুরিতে প্রথম দিন চট্টগ্রামের সংগ্রহ ৪ উইকেটে ২৬০ রান
খুলনা-রাজশাহী ম্যাচের প্রথম দিনই বোলারদের দাপট
এবাদত-খালেদের তোপে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন বিপাকে ঢাকা বিভাগ
পটুয়াখালীতে বিএনপি’র পথসভা
চাঁদপুরে শিক্ষক ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা সমাজ বদলের চেষ্টা করবে : জামায়াত আমির
সামাজিক মাধ্যমে যোগাযোগ বাড়াতে বিএনপির নতুন কমিটি
১০