দক্ষতা উন্নয়নে ৬ হাজার এসএসসি পরীক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে : আইন উপদেষ্টা 

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ২০:৩৭
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ফাইল ছবি

টাঙ্গাইল, ৩১ মে, ২০২৫ (বাসস) : আইন, বিচার ও সংসদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দেশে প্রথমবারের মতো দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় ৬ হাজার এসএসসি পরীক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। 

আজ শনিবার বিকেলে টাঙ্গাইল টিটিসি, নাগরপুর টিটিসি ও কালিহাতী টিটিসি’ এসএসসি পরীক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরীফা হক। এ সময় উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহম্মদ মোজাফফর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রাশেদুল ইসলাম।

ড. আসিফ নজরুল বলেন, এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম। টাঙ্গাইল থেকেই এই প্রোগ্রাম শুরু হবে। আর্ন্তজাতিক শ্রমবাজারে মাঝারি দক্ষ শ্রমিক বা অদক্ষ শ্রমিক নিতে চায় না। ক্রমেই এই দক্ষ শ্রমিকের সংখ্যা বাড়াতে হবে। দক্ষ শ্রমিক ছাড়া শ্রমবাজারে ভবিষ্যত বিদেশে ভাল হবে না। এটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা এটিকে গ্রহণ করেছি। 

তিনি বলেন, এসএসসি পরীক্ষার পর ৬ মাস শিক্ষার্থীদের কোন কাজ থাকে না। এই শিক্ষার্থীদের জন্য দক্ষতা উন্নয়ন কর্মসূচী করবো। তাদের কম্পিউটার, গ্রাফিক্সসহ বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হবে।

বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আরো বলেন, মন্ত্রণালয়ে দায়িত্ব নেয়ার পর বাইরের দেশে অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সমর্থ হয়েছি। সার্বিয়া, রোমানিয়াসহ ইউরোপে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। জাপান বাংলাদেশ থেকে ১ লক্ষ শ্রমিক নেয়ার অফার পেয়েছেন প্রধান উপদেষ্টা। মালয়েশিয়াতে গিয়েছিলাম, তারা সবচেয়ে বেশি শ্রমিক বাংলাদেশ থেকে নেবে।

তিনি বলেন, সৌদি আরব ও জর্ডানে যারা নিয়মিত ছিল তারা নিয়মিত নেবে এমন আশ্বাস পেয়েছি। তবে বাহরাইনে জটিলতা রয়েছে সেটি নিরসনে চেষ্টা চলছে। 

তিনি আরো বলেন, প্রবাসি কল্যাণ লাউঞ্জ করা হয়েছে। ভবিষ্যতে প্রবাসিদের জন্য একটা হাসপাতাল করার স্বপ্ন রয়েছে। এই হাসপাতালের মালিক হবে তারাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে নানা সিদ্ধান্ত
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ব্রাজিলে মতবিনিময় সভায় প্রধান বিচারপতি, বিচার প্রক্রিয়ায় এআই অন্তর্ভুক্তিতে গুরুত্বারোপ 
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস ও সময়সূচি প্রকাশ
১৫ সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২১.৮ শতাংশ
বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা
সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার দায়ে আটক ৫, মাছ ও নৌকা জব্দ
সিরাজগঞ্জে অনূর্ধ্ব-১৬ বালক-বালিকা দাবা প্রতিযোগিতা সমাপ্ত
সেপ্টেম্বরকে মাদকবিরোধী মাস ঘোষণা করে অভিযান শুরু করেছে কারা অধিদপ্তর 
বরিশালে অসহায় পরিবারকে সেলাই মেশিন বিতরণ
১০