অবৈধ গ্যাস সংযোগে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : জ্বালানি উপদেষ্টা

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ২১:৩১
শনিবার গাজীপুর এলাকায় কারখানার গ্যাস পরিস্থিতি পর্যবেক্ষণ করেন জ্বালানী উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি : পিআইডি

গাজীপুর, ৩১ মে, ২০২৫ (বাসস) : অবৈধ গ্যাস সংযোগে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ শনিবার সকালে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় টাওয়েল টেক্স লিমিটেড কারখানার গ্যাস পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

গাজীপুরে শিল্পকারখানায় গ্যাস সংকটের অভিযোগের ভিত্তিতে গাজীপুরে বিভিন্ন কারখানা পরিদর্শন করেন উপদেষ্টা।

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, সব এলাকাতেই অবৈধ গ্যাসের সংযোগ রয়েছে। অবৈধ সংযোগের জন্য তিতাসের যে-সব কর্মকর্তার দায় রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি বড় পরিসরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান চালানো ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, শিল্প মালিকেরা গ্যাস সংকটের যে অভিযোগটা তুলেছে, তা পরিদর্শন করে কিছুটা সত্যতা পেয়েছি। আমরা এটা অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করছি। কার্গোতে করে এলএনজি আসছে। সমুদ্রে অনুকূল আবহাওয়ার কারণে স্টকিং করতে পারেনি। আমরা আশা করছি, পরিস্থিতির উন্নতি হলে গ্যাস সংকট থাকবে না। 
 
এ সময়ে তিতাস গ্যাসের এমডি পারভেজ আহমেদ, জ্বালানি মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান মেজর জেনারেল আজিম প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও আজ সকালে সাভারের আশুলিয়ায় ডিইপিজেড এলাকার নতুন জোনের  বিদ্যুৎ  পাওয়ার প্লান্ট পরিদর্শন করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। 

এসময় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতিতে আন্দোলন করার কোন কারণ নেই, কোন অচল অবস্থাও নেই। আমরা তাদের সাথে আলোচনা করেছি, আন্দোলকারীদের যে-সব দাবি দাওয়া আছে তার মধ্যে যেগুলো যৌক্তিক দাবি সেগুলো সমাধান করার চেষ্টা করা হবে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
ভূমি দস্যুদের কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
১০