সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই জাদুঘরের জন্য স্মারক সংগ্রহ শুরু

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ২৩:০৬
শনিবার শহীদ ওয়াসিমের ব্যবহৃত বিভিন্ন স্মৃতিচিহ্ন গ্রহণের মাধ্যমে জুলাই স্মৃতি জাদুঘর কার্যক্রমের সূচনা করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি : বাসস

ঢাকা, ৩১ মে, ২০২৫(বাসস) : জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে জুলাই স্মৃতি জাদুঘরের সংগ্রহশালার জন্য শহীদদের স্মারক সংগ্রহ করা শুরু হয়েছে ।

আজ শনিবার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় শহীদ ওয়াসিম আকরামের গ্রামের বাড়ি কক্সবাজারের পেকুয়ায় গিয়ে তার পরিবারের কাছ থেকে তার ব্যবহৃত বিভিন্ন স্মৃতিচিহ্ন গ্রহণের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সংস্কৃতি উপদেষ্টা এ সময় শহীদ ওয়াসিম আকরাম ও জুলাইয়ের সকল শহীদদের জন্য দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং শহীদের মা-বাবার সাথে সময় কাটান। 

উপদেষ্টার সাথে জুলাই যাদুঘরের প্রধান কিউরেটর তানজিম ওয়াহাবের নেতৃত্বে হাসান ইনাম এবং মোশফিকুর রহমান জোহানের সমন্বয়ে একটি ভিজ্যুয়াল টিম শহীদ ওয়াসিমের ঘরজুড়ে অনুপস্থিতির হাহাকার ডকুমেন্টেশনের কাজ করে। বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে শহীদ পরিবারের হাহাকার এবং বেদনা তুলে ধরার জন্যই এই উদ্যোগ। 

আগামীকাল সংস্কৃতি উপদেষ্টা শহীদ ফয়সাল আহমেদ শান্ত, শহীদ ওমর ফারুক ও শহীদ শহীদুলের পরিবারের কাছে যাবেন, তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করবেন এবং তাদের স্মৃতি স্মারক সংগ্রহ করবেন। 

জুলাই স্মৃতি জাদুঘরের জন্য সারাদেশ থেকে এই স্মারক সংগ্রহ কর্মসূচি বাস্তবায়ন করবে জুলাই স্মৃতি জাদুঘরের আর্কাইভ ও কালেকশন টিম। দেশের সকল প্রান্ত থেকে জুলাইয়ের স্মৃতি সংগ্রহের জন্য জুলাই আন্দোলনের ছবি, ভিডিও এবং আন্দোলনের নানা উপকরণ, চিঠি ইত্যাদি জুলাই স্মৃতি জাদুঘরে জমাদানের অনুরোধ জানিয়ে একটি বিজ্ঞাপনও নির্মাণাধীন যা অতি শিগগিরই সম্প্রচার করা হবে। 

এ ছাড়াও, আজ ভিন্ন এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণঅভ্যুত্থান শাখার উদ্যোগে কক্সবাজারের পেকুয়া উপজেলায় জুলাই অভ্যুত্থানে আহতদের জন্য বরাদ্দকৃত চেক বিতরণ করেন সংস্কৃতি উপদেষ্টা। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
ভূমি দস্যুদের কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
১০