এই বাংলাদেশ আমাদের সবার, আমরা ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা রক্ষা করব : মিনু 

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ০০:৪৯
ছবি : বাসস

রাজশাহী, ৩১ মে, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু বলেছেন, এই বাংলাদেশ আমাদের সবার, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা রক্ষা করব। 

শহীদ প্রেসিডেন্ট  জিয়াউর রহমানের  ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ শনিবার বিকেলে মতিহার থানা ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে জনগণ দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন। তারা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। আমরা আশা রাখছি, আগামী ডিসেম্বর মাসের মধ্যেই একটি সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করবে বর্তমান অন্তবর্তীকালীন সরকার।

মিজানুর রহমান মিনু বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সবসময় ‘আমি আর আমার’ বলে অহমিকা করতেন। আর এসব বক্তব্য টিভিতে চললে মা-বোনেরা ঘৃণায় টিভি বন্ধ করে দিতেন। সবকিছুই তার পরিবারের এমন অহমিকা করতেন। অবশেষে ছাত্র-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের মাধ্যমে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন হাসিনা’। 

মিনু বলেন, অপরদিকে বেগম খালেদা জিয়া কখনো অহমিকা করেননি। দেশ পরিচালনার সময় এই দেশ আমাদের সবার বলে সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন ছিলেন। তিনি সবাইকে নিয়ে সুষ্ঠভাবে বিগত দিনে দেশ পরিচালনা করেছেন। এ জন্য তিনি সবার ভালোবাসা পেয়েছেন। সবার হৃদয়ে জায়গা পেয়েছেন। সবার প্রিয় নেত্রী হয়েছেন।  

স্বাধীনতা সংগ্রামের অকুতোভয় নেতা ছিলেন, আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে বাংলা মায়ের সন্তানেরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন। 

তিনি বলেন,সেই অকুতোভয় নেতা পার্শ্ববর্তী দেশের চক্রান্তে চট্টগ্রামে বিপথগামী কিছু সেনা সদস্যের হাতে শাহাদাত বরণ করেন।  সেই খবর শোনার পরে ঝড়, বৃষ্টি উপেক্ষা করে আমরা ঢাকার রাস্তায় হাজার হাজার নেতাকর্মী বিক্ষোভ করেছিলাম। সেদিন আমরা স্লোগান দিয়েছিলাম, এক জিয়ার রক্ত থেকে হাজার জিয়ার জন্ম হবে। এখন বাংলাদেশে সেটা বিস্তৃত  হয়ে গেছে। জিয়ার সৈনিকের অভাব নেই। 

তিনি আরও বলেন,আমাদের এখন স্লোগান, দিল্লি নয়, পিণ্ডি নয়, নয় কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এই দেশের মাটিতেই মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া শুয়ে আছেন। বাংলাদেশের পতাকার মধ্যেই আমরা দেখি আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। গত ১৭ বছর সমগ্র বাংলাদেশের জনগণকে সুসংগঠিত করেছেন আমাদের প্রিয় নেতা, শহীদ জিয়া ও বেগম খালেদা সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
 
আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও মতিহার থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খাজদার আলী। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’ ও মতিহার থানা বিএনপির সাবেক সহ-সভাপতি আনসার আলী ও সঞ্চালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সভাপতি মো. মুক্তার হোসেন। 

আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
ভূমি দস্যুদের কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
১০