নাটোরে বিশ্ব দুগ্ধ দিবস পালন

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ১৩:১২
নাটোরে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

নাটোর, ১ জুন, ২০২৫ (বাসস) : টেকসই দুগ্ধশিল্প গড়ার প্রত্যয়ে নাটোরে বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ রোববার সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জুলফিকার মো. আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত,  অতিরিক্ত পুলিশ সুপার মো. একরামুল হক, ডেইরী ফার্ম এসোসিয়েশনের উপদেষ্টা ফয়েজুর রহমান, সভাপতি মো. কেতাব আলী ও সাধারণ সম্পাদক ফায়জুর রহমান এ্যাপেলো, জয়ীতা পুরষ্কারপ্রাপ্ত খামারী মোর্শেদা পারভীন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, নাটোরে দুধের শ্বেত বিপ্লব ঘটেছে। প্রাণিসম্পদ বিভাগের প্রশিক্ষণ ও উন্নয়নমূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার ফলে জেলায় দুধের উৎপাদন ক্রমান্বয়ে বেড়েছে। বর্তমানে জেলায় এক কোটি ৪০ লক্ষ টন উদ্বৃত্ত দুধ উৎপাদন হচ্ছে । 

মেধাবী জাতি গঠনে প্রতিদিন এক গ্লাস করে দুধ পানের পরামর্শ দেন বক্তারা।

আলোচনা সভার আগে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের জন্যে আয়োজিত চিত্রাংকন, রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন এবং পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্যে দুধ পানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

জেলা প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে,  চলতি অর্থ বছরে জেলায় প্রায় তিন লাখ টন দুধ উৎপাদন হয়েছে। প্রতিদিন জনপ্রতি দুধ গ্রহণের আদর্শমান আড়াইশ’ মিলিলিটার। জেলার মোট জনসংখ্যা ১৮ লক্ষ ৫৯ হাজার ৯২২ ব্যক্তির বাৎসরিক দুধের চাহিদা প্রায় এক লক্ষ ৭০ হাজার টন। অর্থাৎ চাহিদা মিটিয়ে নাটোরে উদ্বৃত্ত থাকছে এক লক্ষ ৪০ হাজার টন দুধ ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
ভূমি দস্যুদের কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
১০