শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহে ৪ কার্গো এলএনজি আমদানি

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ২০:১৩
প্রতীকী ছবি। পেক্সেলস

ঢাকা, ১ জুন, ২০২৫ (বাসস): বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ বাড়াতে সরকার চার কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করেছে।

শনিবার আশুলিয়া, চন্দ্রা, কালিয়াকৈর, মির্জাপুর, গাজীপুর ও  ভালুকা শিল্প এলাকা পরিদর্শনে গিয়ে এ কথা জানান।

জ্বালানি উপদেষ্টা বলেন, বিদেশ থেকে এলএনজি নিয়ে একটি জাহাজ এসে পৌঁছেছে, কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে এটি দুই দিন ডকিংয়ে বিলম্বিত হয়েছে। জাহাজ থেকে ট্রান্সমিশন লাইনে এলএনজি স্থানান্তর ইতোমধ্যে শুরু হয়েছে।

তিনি বলেন, শিল্প মালিকরা জানিয়েছেন গতকাল সন্ধ্যা থেকে শিল্পখাতে গ্যাসের চাপ দৃশ্যমান ছিল।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বেপজা, ওষুধ, জুতা, টেক্সটাইল, স্পিনিং, সিরামিক, তোয়ালে ও ইস্পাত উৎপাদনকারী কোম্পানিগুলো পরিদর্শন এবং সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

পরিদর্শনকালে তিনি বলেন, অবৈধ গ্যাস সংযোগের জন্য একদল অসাধু ব্যবসায়ী ও তিতাসের কর্মকর্তারা দায়ী। তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন, গ্যাস ও বিদ্যুৎ কোম্পানি এবং যৌথ বাহিনী অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান শুরু করবে।

এক প্রশ্নের জবাবে জ্বালানি উপদেষ্টা বলেন, বিদ্যুৎ খাতে সঞ্চালন লাইনে কিছু সমস্যা ছিল, তবে সেগুলো সমাধানে কাজ চলছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, শিগগিরই শিল্প প্রতিষ্ঠানে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের সমস্যা সমাধান হবে।

পরিদর্শনকালে মুহাম্মদ ফাওজুল কবির খান বিদ্যুৎ ও জ্বালানি খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন শিল্প এলাকা ও শিল্প প্রতিষ্ঠানে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়মিত পরিদর্শন করার নির্দেশ দেন।

এ সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান, তিতাস গ্যাস লিমিটেডের এমডি শাহনেওয়াজ পারভেজ, পিডিবি চেয়ারম্যান মো. রেজাউল করিম, আরইবি চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ে ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ কর্মসূচি
খাগড়াছড়িতে মোবাইল টাওয়ারের ক্যাবল চুরি ঘটনায় গ্রেপ্তার ৩ 
নোবিপ্রবিতে প্রজেক্ট প্রপোজাল রাইটিং বিষয়ক প্রশিক্ষণ
পাকিস্তানের ইউএএফ-এ সার্ক এগ্রিকালচার সেন্টারের বুক কর্নার উদ্বোধন
এবারের নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা ভোট দেবেন: ইসি সচিব
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ
ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীমের ওপর হামলার মিথ্যা ভিডিও শনাক্ত : বাংলাফ্যাক্ট
ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত দেশের জিডিপিতে প্রায় ৩০ শতাংশ অবদান রাখছে: শিল্প উপদেষ্টা
ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু
ফেনীতে মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১০