শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহে ৪ কার্গো এলএনজি আমদানি

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ২০:১৩
প্রতীকী ছবি। পেক্সেলস

ঢাকা, ১ জুন, ২০২৫ (বাসস): বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ বাড়াতে সরকার চার কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করেছে।

শনিবার আশুলিয়া, চন্দ্রা, কালিয়াকৈর, মির্জাপুর, গাজীপুর ও  ভালুকা শিল্প এলাকা পরিদর্শনে গিয়ে এ কথা জানান।

জ্বালানি উপদেষ্টা বলেন, বিদেশ থেকে এলএনজি নিয়ে একটি জাহাজ এসে পৌঁছেছে, কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে এটি দুই দিন ডকিংয়ে বিলম্বিত হয়েছে। জাহাজ থেকে ট্রান্সমিশন লাইনে এলএনজি স্থানান্তর ইতোমধ্যে শুরু হয়েছে।

তিনি বলেন, শিল্প মালিকরা জানিয়েছেন গতকাল সন্ধ্যা থেকে শিল্পখাতে গ্যাসের চাপ দৃশ্যমান ছিল।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বেপজা, ওষুধ, জুতা, টেক্সটাইল, স্পিনিং, সিরামিক, তোয়ালে ও ইস্পাত উৎপাদনকারী কোম্পানিগুলো পরিদর্শন এবং সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

পরিদর্শনকালে তিনি বলেন, অবৈধ গ্যাস সংযোগের জন্য একদল অসাধু ব্যবসায়ী ও তিতাসের কর্মকর্তারা দায়ী। তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন, গ্যাস ও বিদ্যুৎ কোম্পানি এবং যৌথ বাহিনী অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান শুরু করবে।

এক প্রশ্নের জবাবে জ্বালানি উপদেষ্টা বলেন, বিদ্যুৎ খাতে সঞ্চালন লাইনে কিছু সমস্যা ছিল, তবে সেগুলো সমাধানে কাজ চলছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, শিগগিরই শিল্প প্রতিষ্ঠানে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের সমস্যা সমাধান হবে।

পরিদর্শনকালে মুহাম্মদ ফাওজুল কবির খান বিদ্যুৎ ও জ্বালানি খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন শিল্প এলাকা ও শিল্প প্রতিষ্ঠানে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়মিত পরিদর্শন করার নির্দেশ দেন।

এ সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান, তিতাস গ্যাস লিমিটেডের এমডি শাহনেওয়াজ পারভেজ, পিডিবি চেয়ারম্যান মো. রেজাউল করিম, আরইবি চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় নাসির উদ্দীন গ্রেফতার
মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ
১০