বুড়িমারী স্থলবন্দরের কার্যক্রম ঈদুল আযহা উপলক্ষে ১০ দিন বন্ধ

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১২:৫১ আপডেট: : ০২ জুন ২০২৫, ১৫:৪১
ছবি : বাসস

লালমনিরহাট, ২ জুন, ২০২৫(বাসস) : ঈদুল আযহা উপলক্ষে জেলার বুড়িমারী স্থলবন্দর সাপ্তাহিক ছুটিসহ মোট ১০ দিন বন্ধ থাকবে।

বুড়িমারী স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীদের আলোচনা সাপেক্ষে ১০ দিন বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ৫ জুন থেকে ১৪ জুন (শনিবার) পর্যন্ত এ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বুড়িমারী ইমিগ্রেশন চৌকি দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

তিনি  আরো জানান, আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী এ বন্ধের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হয়েছে।

বুড়িমারী সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ছুটির বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে বুড়িমারী শুল্ক স্টেশন, বন্দরের ট্রাফিক বিভাগ, ইমিগ্রেশন পুলিশ, বিজিবি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ ভারতীয় চ্যাংড়াবান্ধার সংশ্লিষ্ট দপ্তর, আমদানি-রপ্তানিকারক সমিতি ও সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা রাশেদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ঈদুল আজহা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের চিঠিতে আগামী ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত মোট ১০ দিন বুড়িমারী স্থলবন্দর  শুল্ক স্টেশনে আমদানি রপ্তানি বন্ধ থাকবে। তবে কাস্টমসএ সরকারি ছুটি ছাড়া অভ্যন্তরীণ কার্যক্রম চলবে।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন,ঈদুল আযহা উপলক্ষে দু দেশের সকল ব্যবসায়ীর সম্মতিতে স্থলবন্দরে ১০ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। ছুটি শেষে আগামী ১৫ জুন থেকে আবার সব কার্যক্রম যথারীতি চালু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুদের হার কমার আশায় নতুন রেকর্ডে নাসডাক
দিনাজপুরে ১২৭৫ মণ্ডপে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি
কিয়েভে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে: ইউক্রেন
পটুয়াখালীতে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা
রাজশাহীতে দুই সহযোগীসহ মাদক কারবারি গ্রেপ্তার
খুলনা বিশেষায়িত হাসপাতালে ফের এনজিওগ্রাম শুরু, রোগীদের স্বস্তি
এলেংজানী নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত
যথাসময়ে শুরু হয়েছে ডাকসু ভোট গ্রহণ কার্যক্রম
রাজবাড়ীতে মাজারে হামলা ও লাশ পোড়ানোর ঘটনায় ১৮ জন গ্রেপ্তার
জেনিনে ইসরাইলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি কিশোর নিহত
১০