বুড়িমারী স্থলবন্দরের কার্যক্রম ঈদুল আযহা উপলক্ষে ১০ দিন বন্ধ

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১২:৫১ আপডেট: : ০২ জুন ২০২৫, ১৫:৪১
ছবি : বাসস

লালমনিরহাট, ২ জুন, ২০২৫(বাসস) : ঈদুল আযহা উপলক্ষে জেলার বুড়িমারী স্থলবন্দর সাপ্তাহিক ছুটিসহ মোট ১০ দিন বন্ধ থাকবে।

বুড়িমারী স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীদের আলোচনা সাপেক্ষে ১০ দিন বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ৫ জুন থেকে ১৪ জুন (শনিবার) পর্যন্ত এ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বুড়িমারী ইমিগ্রেশন চৌকি দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

তিনি  আরো জানান, আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী এ বন্ধের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হয়েছে।

বুড়িমারী সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ছুটির বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে বুড়িমারী শুল্ক স্টেশন, বন্দরের ট্রাফিক বিভাগ, ইমিগ্রেশন পুলিশ, বিজিবি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ ভারতীয় চ্যাংড়াবান্ধার সংশ্লিষ্ট দপ্তর, আমদানি-রপ্তানিকারক সমিতি ও সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা রাশেদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ঈদুল আজহা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের চিঠিতে আগামী ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত মোট ১০ দিন বুড়িমারী স্থলবন্দর  শুল্ক স্টেশনে আমদানি রপ্তানি বন্ধ থাকবে। তবে কাস্টমসএ সরকারি ছুটি ছাড়া অভ্যন্তরীণ কার্যক্রম চলবে।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন,ঈদুল আযহা উপলক্ষে দু দেশের সকল ব্যবসায়ীর সম্মতিতে স্থলবন্দরে ১০ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। ছুটি শেষে আগামী ১৫ জুন থেকে আবার সব কার্যক্রম যথারীতি চালু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যশোরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন ওয়ার্কশপ 
আবরারের মৃত্যুর ঘটনার পুনরাবৃত্তি রোধে রাজনীতির ধারা বদলাতে হবে : চরমোনাইর পীর
ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ
যশোরে টাইফয়েড টিকাদান কর্মসূচি : সাংবাদিকদের নিয়ে কর্মশালা 
টাঙ্গাইলে নানা আয়োজন আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
রাজশাহীতে আওয়ামীলীগ কর্মীসহ গ্রেপ্তার ৮
পিরোজপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন
কুমিল্লা সীমান্তে ভারতীয় মোবাইল ও ডিসপ্লে জব্দ
বিএডিসি কৃষিবিদ সমিতির সভাপতি হুমায়ুন, সাধারণ সম্পাদক আকিক
১০