নেত্রকোনার নৈহাটি গরুর বাজারে জমে উঠেছে কেনা-বেচা

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১৫:১০
নেত্রকোনার নৈহাটি গরুর বাজারে জমে উঠেছে কেনা-বেচা। ছবি: বাসস

নেত্রকোনা, ২জুন, ২০২৫ (বাসস): জেলার ঐতিহ্যবাহী নৈহাটি গরুর বাজারে জমে উঠেছে কেনা-বেচা। চলতি সপ্তাহে কয়েকশত কোটি টাকার পশু বিক্রির আশা  সংশ্লিষ্টদের। এ বাজারে মাত্র ৪০০ টাকার রশিদেই বেচাকেনা হয় লাখ টাকার গরু। প্রতি সপ্তাহে কয়েক হাজার পশু বেচাকেনা হলেও কোরবানি ঈদে বিক্রি হয় লাখো পশু।

দীর্ঘদিন স্থানীয় সিন্ডিকেট টোল আদায় করলেও পাঁচ আগস্টের পর থেকে কোটি টাকার রাজস্ব আদায় করছে স্থানীয় প্রশাসন। কিন্তু বাজারটির অবকাঠামো ও যাতায়াতের রাস্তাঘাট উন্নয়নে নেই কোনো উদ্যোগ। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে ব্যবসায়ী ও খামারিরা।

জেলার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম নৈহাটি। ১৯৭৯  সালে স্থানীয় কয়েকজন ব্যক্তি ০.৫ শতাংশ জায়গায় একটি মসজিদ ও মাদ্রাসাকে ওয়াক্ফ করেন এবং সেখান থেকেই শুরু হয় এ গরুর বাজার।

পরবর্তীতে ২০০৯ সালের ২৬ জানুয়ারি জেলা প্রশাসন বাজারটি খাস কালেকশনের অন্তর্ভুক্ত করলেও হাইকোর্টের আদেশ দেখিয়ে দীর্ঘদিন বাজার পরিচালনা কমিটির নামে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রাখে একটি প্রভাবশালী সিন্ডিকেট।

বর্তমানে বাজারটি দখলে নিয়েছে উপজেলা প্রশাসন। এখন পূর্বের ন্যায় সপ্তাহে সোমবার আশপাশের সহস্রাধিক গ্রামে পালিত পশু নিয়ে আসছেন বিক্রেতারা। এইদিন দেশের বিভিন্ন জেলা থেকে আগত পশু ব্যবসায়ীদের আনাগোনায় মুখরিত হয়ে উঠে এ বাজার।

আসন্ন  কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাট। ছোট, বড়,  বিভিন্ন সাইজের পর্যাপ্ত পশু নিয়ে আসছেন প্রান্তিক খামারিরা।

কিন্তু বাজারটিতে চলাচলে সরু সড়কটির বেহাল অবস্থা ও অবকাঠামো অব্যবস্থাপনায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ী ও খামারিদের। এমতাবস্থায় সড়কটি মেরামত ও অবকাঠামো উন্নয়নের দাবি ভুক্তভোগীদের।

দীর্ঘ ১৫ বছর রাজস্ব ফাঁকি দিয়ে বাজারটি দখল করেছিলো স্থানীয় প্রভাবশালী একটি সিন্ডিকেট। এতে সরকার হারিয়েছে বিপুল পরিমাণ রাজস্ব। আর হাটের উন্নয়নও ছিল উপেক্ষিত। তবে এখন খাস কালেকশনের আওতায় নিয়েছে স্থানীয় প্রশাসন। মাত্র ১০ মাসে প্রায় ২ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। বাজারটির উন্নয়নে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে প্রশাসন।

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসান জানান,'গত অর্থ বছরে ৫ আগস্টের পর থেকে ১৪ এপ্রিল ২০২৫ পর্যন্ত আমরা ১ কোটি ৭৩ লাখ টাকা রাজস্ব আদায় করতে পেরেছি এবং ১৪ এপ্রিল থেকে এখন নাগাদ ৩৭ লাখ টাকা খাস আদায় করে আমরা সরকারি খাতে জমা দিয়েছি'

এখানে জেলার সবকটি উপজেলার পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আগত গরু ব্যবসায়ীরা এখান থেকে গরু কিনে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করেন।

ঈদ বাজারকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপতৎপরতা ও বিশৃঙ্খলা রুখতে পুলিশি টহল জোরদার করার কথা জানান বারহাট্টা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় নাসির উদ্দীন গ্রেফতার
মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ
১০