ময়মনসিংহে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা 

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১৬:০৪
সকাল ১০টায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা । ছবি : বাসস

ময়মনসিংহ, ২ জুন ,২০২৫, (বাসস) : ময়মনসিংহ প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে আজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জিয়া আহমেদ সুমন, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরাসহ প্রমুখ। ময়মনসিংহ প্রেসক্লাবের সেক্রেটারি সাইফুল ইসলামের সঞ্চালনায় কর্মশালাটি পরিচালিত হয়।

কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের উদ্দেশ্যে রিসোর্স পার্সন হিসেবে আলোচনায় অংশ নেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক ও পিআইবির ট্রাস্ট বোর্ডের সদস্য সরদার ফরিদ আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল।

এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা ভবিষ্যতেও আয়োজনের প্রত্যাশা জানিয়ে অতিথিরা , "সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও নৈতিকতা বৃদ্ধির মাধ্যমে একটি শক্তিশালী, স্বাধীন ও জনমুখী গণমাধ্যম গড়ে তোলা সম্ভব।"

অনুষ্ঠানে প্রিন্ট, অনলাইন এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সদস্যরা অংশগ্রহণ করেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট দিবস উদযাপন
বাতিল হচ্ছে ১২৮ জুলাই যোদ্ধার গেজেট 
বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ
হাসপাতালে চিকিৎসাধীন নাজিম উদ্দিনকে দেখতে গেলেন ডা. রফিক
সার ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে: কৃষি উপদেষ্টা
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ
রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দেবে কসোভো
এআই চিপ নির্মাতা এনভিডিয়া বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি 
আল-ফাশের হাসপাতালে ৪৬০ জন নিহতের খবরে হতবাক ডব্লিউএইচও
সুদানে আরএসএফ’র বর্বরতার নিন্দা জানালো ইইউ
১০