শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে বগুড়ায় খাদ্য সামগ্রী বিতরণ

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১৬:১৩
শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে বগুড়ায় খাদ্য সামগ্রী বিতরণ। ছবি : বাসস

বগুড়া, ২ জুন, ২০২৫ (বাসস) : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী  উপলক্ষে  জেলায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আজ সোমবার বেলা সাড়ে ১১টায় পৌরসভার ৯নং ওয়ার্ডের খান্দার বাজার এলাকায় ৫শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।

বিতরণ অনুষ্ঠানে ভিপি সাইফুল ইসলাম বলেন, মেজর জিয়াউর রহমান স্ত্রী, সন্তানের কথা চিন্তা না করে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কথা ভেবে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষনা দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। 

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রমেরামত ও দেশের জনগনের কথা চিন্তা করেন সকল রাজনৈতিক দলের সমন্বয়ে ৩১দফার কর্মসূচী ঘোষনা দেন। 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি সাংস্কৃতিক সম্পাদক ওয়াহেদ মুরাদ, জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য এ্যাড. আব্দুল মতিন মন্ডল, জেলা বিএনপির সাবেক তাঁতী সম্পাদক সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি সাবেক কাউন্সিলর শাহ্ মো. মেহেদী হাসান হিমু, শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার। 

এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ফারুকুল ইসলাম ফারুক, পিটু, সৈয়দ আব্দুল গফুর দারা, সাবেক মহিলা কাউন্সিলর রোকেয়া বেগম রঞ্জনা, শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আতিকুজ্জামান সজীব, সাবেক জেলা স্বেচ্ছাসেবকদলের নেতা জহুরুল ইসলাম পলাশ প্রমুখ।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট দিবস উদযাপন
বাতিল হচ্ছে ১২৮ জুলাই যোদ্ধার গেজেট 
বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ
হাসপাতালে চিকিৎসাধীন নাজিম উদ্দিনকে দেখতে গেলেন ডা. রফিক
সার ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে: কৃষি উপদেষ্টা
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ
রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দেবে কসোভো
এআই চিপ নির্মাতা এনভিডিয়া বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি 
আল-ফাশের হাসপাতালে ৪৬০ জন নিহতের খবরে হতবাক ডব্লিউএইচও
সুদানে আরএসএফ’র বর্বরতার নিন্দা জানালো ইইউ
১০