ডিএমপির নিরাপত্তায় বায়তুল মোকাররমসহ ঢাকা মহানগরীতে ঈদ জামাত অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১৬:৩৫

ঢাকা,৭ জুন, ২০২৫ (বাসস): বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ ঢাকা মহানগরীতে পবিত্র ঈদুল আজহার সকল জামাত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সর্বোচ্চ নিরাপত্তায় নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৭ জুন) সকাল সাতটা হতে ১১টা পর্যন্ত ঈদুল আজহার বিভিন্ন জামাত অনুষ্ঠিত হয়।

ডিএমপি'র এক বার্তায় আজ বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয় ঈদ জামাতে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেছেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

ডিএমপি কমিশনার শেখ মো.সাজ্জাত আলী জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহা সুষ্ঠুভাবে ঈদ জামাত অনুষ্ঠানের লক্ষ্যে পুলিশি তৎপরতা, গোয়েন্দা নজরদারি ও চেকপোস্টের সংখ্যা বাড়ানোসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত, সুদৃঢ় ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

তিনি বলেন, মহানগরীর একটি ঈদ জামাতও ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা ব্যবস্থার বাইরে ছিলো না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুঁজিবাজারে ফার্মাসিউটিক্যাল খাতের সম্পৃক্ততা বাড়াতে ডিএসই-বিএপিআই বৈঠক
মাস্কের ঘনিষ্ঠজন আইজ্যাকম্যানকে নাসার প্রধান হিসেবে মনোনয়ন দিলেন ট্রাম্প
ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা : ছাত্রলীগ নেতা সাজেদ রিমান্ডে
গোপালগঞ্জে মোটরচালিত ভ্যানের চাপায় কন্যাশিশু নিহত
পিরোজপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
চাঁদপুরে নকল প্রসাধনী তৈরি করায় জরিমানা
মাইলস্টোন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা
টাঙ্গাইলে মথবিজ বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা। ছবি : বাসস
হ্যান্ডবল মাঠে মায়েদের অন্য রকম অনুপ্রেরণা
চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেফতার
১০