আনোয়ারায় বসতঘর পুড়ে ছাই, দগ্ধ বাবা-মেয়ে

বাসস
প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১৬:৫৫
ছবি : বাসস

চট্টগ্রাম, ৭ জুন, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের আনোয়ারায় এক পরিবারে পবিত্র কুরবানির ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। উপজেলার রায়পুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে জানে আলম নামে এক ব্যক্তির বসতঘর পুড়ে ছাই হয়েছে। 

এই ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জানে আলম ও তার মেয়ে।

শনিবার (৭ জুন) সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পারুয়াপাড়ার শলারো বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন সকালে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। 
পরে খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু ততক্ষণে ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

এ বিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোহাম্মদ ইউসুফ বলেন, দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে পৌঁছতে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তবে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। 

তিনি আরো বলেন, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। দগ্ধদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার সংশোধিত নীতিমালা প্রকাশ
মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
ক্ষমতায় গেলে দেশের পররাষ্ট্রনীতি হবে ‘সবার আগে বাংলাদেশ’ : তারেক রহমান
ক্যালিফোর্নিয়ার মহাসড়কে মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত
মাউশি’র মহাপরিচালক নিয়োগ দিতে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি
চ্যাটজিপিটিতে অ্যাপ ইন্টিগ্রেশন ফিচার চালু
ট্রাইব্যুনালে অভিযুক্ত হলে এমপি হওয়া যাবে না, প্রজ্ঞাপন জারি
ইউক্রেনের ১৮৪টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার
ঝালকাঠিতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষক নিহত
ইন্দোনেশিয়ার মাদ্রাসা ভবন ধসে উদ্ধার অভিযান সমাপ্ত 
১০