আনোয়ারায় বসতঘর পুড়ে ছাই, দগ্ধ বাবা-মেয়ে

বাসস
প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১৬:৫৫
ছবি : বাসস

চট্টগ্রাম, ৭ জুন, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের আনোয়ারায় এক পরিবারে পবিত্র কুরবানির ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। উপজেলার রায়পুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে জানে আলম নামে এক ব্যক্তির বসতঘর পুড়ে ছাই হয়েছে। 

এই ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জানে আলম ও তার মেয়ে।

শনিবার (৭ জুন) সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পারুয়াপাড়ার শলারো বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন সকালে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। 
পরে খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু ততক্ষণে ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

এ বিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোহাম্মদ ইউসুফ বলেন, দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে পৌঁছতে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তবে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। 

তিনি আরো বলেন, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। দগ্ধদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে মোটরসাইকেলে ট্রাকচাপায় ১ নারীর মৃত্যু
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষার ফল প্রকাশ
পদ্মা সেতুতে চালু হলো স্বয়ংক্রিয় টোল পদ্ধতি
টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
চট্টগ্রামে মোটরসাইকেলে ট্রাকচাপায় ১ নারীর মৃত্যু
প্রবীণ দিবস পালনে সিলেটে নানা কর্মসূচি
মাদ্রিদে ভুয়েল্টা কোর্সে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীরা হামলা করেছে
ইসরাইলি-আমেরিকান জোট ‘পশ্চিম প্রাচীরের পাথরের মতোই শক্তিশালী’: নেতানিয়াহু 
বিশ্বকে ‘দ্বৈত নীতিমালা পরিহারের’ আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর 
নতুন ইবোলা প্রাদুর্ভাবের বিরুদ্ধে ডিআর কঙ্গো টিকাদান শুরু করেছে
১০