আনোয়ারায় বসতঘর পুড়ে ছাই, দগ্ধ বাবা-মেয়ে

বাসস
প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১৬:৫৫
ছবি : বাসস

চট্টগ্রাম, ৭ জুন, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের আনোয়ারায় এক পরিবারে পবিত্র কুরবানির ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। উপজেলার রায়পুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে জানে আলম নামে এক ব্যক্তির বসতঘর পুড়ে ছাই হয়েছে। 

এই ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জানে আলম ও তার মেয়ে।

শনিবার (৭ জুন) সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পারুয়াপাড়ার শলারো বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন সকালে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। 
পরে খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু ততক্ষণে ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

এ বিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোহাম্মদ ইউসুফ বলেন, দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে পৌঁছতে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তবে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। 

তিনি আরো বলেন, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। দগ্ধদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুঁজিবাজারে ফার্মাসিউটিক্যাল খাতের সম্পৃক্ততা বাড়াতে ডিএসই-বিএপিআই বৈঠক
মাস্কের ঘনিষ্ঠজন আইজ্যাকম্যানকে নাসার প্রধান হিসেবে মনোনয়ন দিলেন ট্রাম্প
ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা : ছাত্রলীগ নেতা সাজেদ রিমান্ডে
গোপালগঞ্জে মোটরচালিত ভ্যানের চাপায় কন্যাশিশু নিহত
পিরোজপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
চাঁদপুরে নকল প্রসাধনী তৈরি করায় জরিমানা
মাইলস্টোন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা
টাঙ্গাইলে মথবিজ বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা। ছবি : বাসস
হ্যান্ডবল মাঠে মায়েদের অন্য রকম অনুপ্রেরণা
চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেফতার
১০