এডিবি, সিজিআইএআর, গেটস ফাউন্ডেশন ধান খাতের রূপান্তরে কাজ করবে 

বাসস
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১৮:২৬
প্রতীকী ছবি

ঢাকা, ৯ জুন, ২০২৫ (বাসস): গেটস ফাউন্ডেশনের সহায়তায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এবং সিজিআইএআর আজ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের লক্ষ লক্ষ ঝুঁকিপূর্ণ ক্ষুদ্র কৃষকের জীবন উন্নত করার লক্ষ্যে টেকসই ও কম কার্বন-নির্ভর ধান উৎপাদনে বিনিয়োগ বৃদ্ধির জন্য একটি নতুন উদ্যোগ চালু করেছে।

ধান এই অঞ্চলের প্রাণ। ধান প্রতিদিন এ অঞ্চলের অর্ধেকেরও বেশি জনসংখ্যার খাদ্য সরবরাহ করে এবং লক্ষ লক্ষ গ্রামীণ দরিদ্র মানুষের জীবিকার ভিত্তি।

গ্রিনহাউস গ্যাস নির্গমনে উল্লেখযোগ্য অবদান সত্ত্বেও উৎপাদনশীলতা হ্রাস ও পানি সরবরাহ হ্রাস হওয়ার কারণে ধান চাষ ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হচ্ছে। 

এডিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব সমস্যার সমাধান না হলে, এই চ্যালেঞ্জগুলির কারণে খাদ্য নিরাপত্তা এবং দরিদ্রতম ও সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কল্যাণ হুমকির মুখে পড়বে। 

এডিবি’র সেক্টর ও থিম বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ফাতিমা ইয়াসমিন বলেন, "এশিয়ার খাদ্য নিরাপত্তার জন্য চাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা এই অঞ্চলের এক-চতুর্থাংশেরও এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় অর্ধেকাংশের ক্যালোরি সরবরাহ করে। লক্ষ লক্ষ ক্ষুদ্র কৃষকের জন্য, চাল কেবল খাদ্য নয়, এটি তাদের জীবিকা। আজ, চরম আবহাওয়া এবং পরিবেশগত অবক্ষয়ের কারণে সেই জীবিকা ক্রমবর্ধমানভাবে হুমকির মুখে।" 

গেটস ফাউন্ডেশনের সাথে যৌথ অর্থায়নে প্রতিষ্ঠিত এডিবি-সিজিআইএআর ক্লিয়ারিংহাউস ফ্যাসিলিটির মাধ্যমে গৃহীত উদ্যোগটি অঞ্চলের দরিদ্রতমদের জন্য সহিষ্ণু, উচ্চ-ফলনশীল ও কমকার্বন-নির্গমন কৃষি পদ্ধতি গ্রহণ, টেকসই পানি ব্যবহার, অন্তর্ভুক্তিমূলক মূল্য শৃঙ্খল এবং উন্নত পুষ্টি সরবরাহ করবে।

এডিবি ২০২৫-২০৩০ সাল পর্যন্ত এই কর্মসূচির মাধ্যমে টেকসইভাবে উৎপাদনশীলতা উন্নত করতে, কঠোর জলবায়ু পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে এবং পানি ও কার্বন হ্রাস করতে ১.৫ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করার পরিকল্পনা করেছে। এ বিনিয়োগ গত মে মাসে ঘোষিত ২০৩০ সালের মধ্যে খাদ্য ব্যবস্থার রূপান্তরের জন্য এডিবি’র ৪০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতির অংশ।

আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) এর মহাপরিচালক ইভন পিন্টো বলেছেন, "এই যৌথ উদ্যোগটি এডিবি’র সাথে সিজিআইএআর -এর কৌশলগত সহযোগিতাকে আরও জোরদার করবে এবং ধান ব্যবস্থা ও অন্যান্য ক্ষেত্রে সিজিআইএআর -এর উদ্ভাবনকে আরও জোরদার তুলবে।” ইরি হচ্ছে সিজিআইএআর গবেষণা কেন্দ্রগুলির নেটওয়ার্কের সদস্য।

পিন্টো আরো বলেন, "এডিবি এবং গেটস ফাউন্ডেশনের মতো অংশীদারদের সাথে, আমরা এশিয়ার ধান খাতের টেকসই ও সহিষ্ণু রূপান্তর ঘটাতে পারি এবং এখন ও ভবিষ্যতে লক্ষ লক্ষ ক্ষুদ্র কৃষকের জীবনকে বদলাতে পারি।" 

বাংলাদেশ, কম্বোডিয়া, চীন, পাকিস্তান ও ফিলিপাইনে প্রাথমিক প্রকল্পগুলি গ্রহণ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাতে দেশে ফিরবেন মির্জা ফখরুল
জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোন বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
বিএনপি নেতা নুরুল ইসলামের স্বেচ্ছাশ্রমে নওগাঁয় ৬ কিলোমিটার রাস্তা সংস্কার
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত 
নির্বাচনে জামায়াত ৩শ’ আসনেই পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে : গোলাম পরওয়ার
ভাষাসংগ্রামী আহমদ রফিকের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার শোক 
সীতাকুণ্ডে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু 
ভাষাসংগ্রামী আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যব এর শোক
খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্ত পরিবারে জেলা প্রশাসনের সহায়তা
ঢাকা-পাবনা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরেজমিন পরিদর্শন
১০