চট্টগ্রাম বিভাগে সংরক্ষণ করা হয়েছে ৭ লাখ ৭৪ হাজার কোরবানির পশুর চামড়া

বাসস
প্রকাশ: ১০ জুন ২০২৫, ১৭:৫১
চট্টগ্রামে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে কাজ করছেন শ্রমিকরা। ছবি: বাসস

চট্টগ্রাম, ১০ জুন, ২০২৫ (বাসস): চট্টগ্রাম বিভাগের ১১ জেলার মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে এ বছর ৭ লাখ ৭৪ হাজার ৭৫৬টি কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে লবণ দিয়ে সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে গরু ও মহিষের চামড়া ৭ লাখ ৪৫৪টি। 

এছাড়া ছাগলের চামড়া রয়েছে ৭৪ হাজার ৩০২টি।

মঙ্গলবার চট্টগ্রাম বিভাগ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে সর্বশেষ পাঠানো তথ্যে এ কথা জানানো হয়।

জেলাগুলোর মধ্যে চট্টগ্রামে সংগ্রহ করা চামড়ার সংখ্যা দুই লাখ ৭২ হাজার ১০০টি। এছাড়া, কক্সবাজারে ৩৭ হাজার ৮৮৯টি, নোয়াখালীতে এক লাখ ১৩ হাজার ৮৩১টি, চাঁদপুরে ২৩ হাজার ৬৫টি, ব্রাহ্মণবাড়িয়ায় ৯৯ হাজার ৭৩১টি, খাগড়াছড়িতে পাঁচ হাজার ৮৪৯টি, লক্ষ্মীপুরে ১১ হাজার ৮৩৭টি, ফেনীতে ১৩ হাজার ৫০৯টি, রাঙ্গামাটিতে দুই হাজার ৮৪৮টি, বান্দরবানে দুই হাজার ২৯৯টি এবং কুমিল্লায় এক লাখ ৯১ হাজার ৭৮৫টি চামড়া সংগ্রহ করা হয়েছে।

জেলা ও উপজেলা প্রশাসনের তদারকিতে এসব চামড়া সংরক্ষণ করা হয়েছে সরকার থেকে বিনামূল্যে সরবরাহ করা লবণ দিয়ে। 

এ বছর কোরবানির পশুর চামড়ার মূল্য বৃদ্ধি এবং এতিমদের হক আদায়ের উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে এতিমখানা, মসজিদ ও মাদ্রাসাগুলোতে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ সরবরাহ করা হয়। যাতে করে স্থানীয়ভাবে দুই থেকে তিন মাস চামড়া সংরক্ষণ করা সম্ভব হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ দুই কারবারি আটক
আত্রাই নদীর পানি বিপৎসীমার ওপরে হলেও কমতে শুরু করেছে পানি
ইয়েমেনে হুথিদের ‘জ্বালানি অবকাঠামো’তে হামলার দাবি ইসরাইলের
পেঁয়াজে আইপি নীতি পুনর্বিবেচনার দাবি
ট্রাম্প-পুতিনের আলাস্কা বৈঠক: পরবর্তী পদক্ষেপে ইউরোপীয় নেতৃবৃন্দ
কুয়াকাটায় সোনালী স্বপ্ন রোপণে ব্যস্ত কৃষকেরা
খাগড়াছড়িতে সাংবাদিকদের সঙ্গে জেলা পরিষদের মতবিনিময় সভা
ট্রাম্পের সঙ্গে ইউক্রেন শান্তি আলোচনা সুষ্ঠুভাবেই হয়েছে: পুতিন
দেশীয় সংস্কৃতির দিকে মনোনিবেশ সৌদি আরবের
রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া প্রেরণ
১০