কিশোরগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে দুই চাচাতো বোনের মৃত্যু

বাসস
প্রকাশ: ১১ জুন ২০২৫, ২২:২৭

কিশোরগঞ্জ, ১১ জুন, ২০২৫ (বাসস) : কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) দুপুর ২টার দিকে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের পিটুয়া বাজারসংলগ্ন একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—পিটুয়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ইয়াসমিন (৮) এবং রাসেল মিয়ার মেয়ে তাইয়েবা (৯)। তারা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল এবং সম্পর্কে একে অপরের চাচাতো বোন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে ইয়াসমিন ও তাইয়েবা গোসল করতে বাড়ির পাশের পুকুরে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তল্লাশির সময় তাদের মরদেহ কাদার নিচে আটকে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।

তাদের দ্রুত করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাদীউর রশিদ দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াদ শাহেদ রনি বলেন, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ জানান, মরদেহ নিহতদের বাড়িতে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জের অবৈধ স্থাপনা ও ইব্রাহীমপুরের নদী ভাঙন পরিদর্শন 
সিরিয়ার সেনাবাহিনী ও এসডিএফ যুদ্ধবিরতিতে পৌঁছেছে
চুয়াডাঙ্গায়  টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন 
গাজা আলোচনা 'ইতিবাচক', আজ আবার শুরু : হামাসের ঘনিষ্ঠ সূত্র
সচিবালয়ে ‘একবার ব্যবহার্য প্লাস্টিক’ নিষিদ্ধকরণে সক্রিয় মনিটরিং টিম
২০২৯ সালে বাংলাদেশ প্রবীণপ্রবণ সমাজে পদার্পণ করবে
ঝিনাইদহে টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত
প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর বিদায়ী সাক্ষাৎ
সিঙ্গাপুরের একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক লুৎফে সিদ্দিকীর
দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের তদন্ত শুরু হয়েছে : চিফ প্রসিকিউটর
১০