বঙ্গবীর কাদের সিদ্দিকী’র স্ত্রীর মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন তারেক রহমান

বাসস
প্রকাশ: ১২ জুন ২০২৫, ১২:০০
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

ঢাকা, ১২ জুন, ২০২৫(বাসস) : বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল এক শোক বার্তায় তারেক রহমান বঙ্গবীর কাদের সিদ্দিকী ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

গতকাল বুধবার রাতে টাঙ্গাইল পৌর শহরের জেলা সদর রোডে অবস্থিত কাদের সিদ্দিকীর সোনার বাংলা বাসায় যান বিএনপি’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। সেখানে বেশ কিছু সময় তিনি অবস্থান করে কাদের সিদ্দিকীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সমবেদনার বার্তা পৌঁছে দেন।

সুলতান সালাউদ্দিন টুকু গণমাধ্যমকে জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তিনি কাদের সিদ্দিকীর বাসায় গিয়ে শোক প্রকাশ করেছেন।

এসময় সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক।

বিএনপি’র মিডিয়া সেলের ফেইসবুক পেইজে আজ এ তথ্য প্রকাশ করা হয়েছে।

গত শনিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসরিন সিদ্দিকী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। নাসরিন সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তাদের এক ছেলে ও মেয়ে রয়েছে।

কাদের সিদ্দিকীর সংগ্রামী রাজনৈতিক জীবনে তার ছায়ার মতো সঙ্গী ছিলেন স্ত্রী নাসরিন সিদ্দিকী। সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছেন আমৃত্যু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জের অবৈধ স্থাপনা ও ইব্রাহীমপুরের নদী ভাঙন পরিদর্শন 
সিরিয়ার সেনাবাহিনী ও এসডিএফ যুদ্ধবিরতিতে পৌঁছেছে
চুয়াডাঙ্গায়  টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন 
গাজা আলোচনা 'ইতিবাচক', আজ আবার শুরু : হামাসের ঘনিষ্ঠ সূত্র
সচিবালয়ে ‘একবার ব্যবহার্য প্লাস্টিক’ নিষিদ্ধকরণে সক্রিয় মনিটরিং টিম
২০২৯ সালে বাংলাদেশ প্রবীণপ্রবণ সমাজে পদার্পণ করবে
ঝিনাইদহে টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত
প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর বিদায়ী সাক্ষাৎ
সিঙ্গাপুরের একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক লুৎফে সিদ্দিকীর
দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের তদন্ত শুরু হয়েছে : চিফ প্রসিকিউটর
১০