দেশের কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ প্রশমিত হতে পারে

বাসস
প্রকাশ: ১২ জুন ২০২৫, ১২:২০ আপডেট: : ১২ জুন ২০২৫, ১২:৩৭

ঢাকা, ১২ জুন, ২০২৫ (বাসস) : আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বৃহস্পতিবার টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, ব্রাহ্মণবাড়ীয়া, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।

এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়ার সিনপটিক বিশ্লেষণে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী, ঈশ্বরদী, রংপুর ও ডিমলায় ৩৭ ডিগ্রি এবং সর্বনিম্ন বান্দরবানে ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায় ৪১ মিলিমিটার।

আজ সকালে ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হয়েছে এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১০ মিনিটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাঙ্গামাটিতে শিশু-কিশোর-কিশোরীদের কারাতে বেল্ট প্রদান
হবিগঞ্জে ‘জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে’ চ্যাম্পিয়ন চুনারুঘাট উপজেলা
এনসিএল টি-টোয়েন্টির আট দলের স্কোয়াড
বরিশালের উন্নয়নে প্রকল্প গ্রহণ করা হচ্ছে: নৌ-পরিবহন উপদেষ্টা
বান্দরবানে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম কারাগারে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৪২তম সভা অনুষ্ঠিত
চাকসু গঠনতন্ত্রে সহ-সম্পাদকের পদ বাতিল, যুক্ত হচ্ছে নতুন ৪ পদ
বজ্রনিরোধক দণ্ড কেনা থেকে সরে এসেছে সরকার : দুর্যোগ উপদেষ্টা
এলডিসি গ্র্যাজুয়েশন থেকে পিছিয়ে আসার কোনো উপায় নেই: আনিসুজ্জামান
১০