মানিকগঞ্জে যমুনা নদীতে ডুবে নারী ও শিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ১২ জুন ২০২৫, ১৩:২২

মানিকগঞ্জ, ১২ জুন, ২০২৫ (বাসস) : জেলার দৌলতপুর উপজেলার বাঁচামারা এলাকায় গতকাল যমুনা নদীতে গোসল করার সময় এক গর্ভবতী মহিলা এবং এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, দুপুরে ইউনিয়নের একটি নদীর ঘাটে পুরুষ ও মহিলাসহ একদল লোক গোসল করছিল। হঠাৎ নদীর তীব্র স্রোতে তাদের ছয়জন ভেসে যায়। স্থানীয়রা তাদের চারজনকে উদ্ধার করলেও দুজন নদীতে ডুবে যায়।

ডুবে যাওয়া ব্যক্তিরা হলেন, বাঁচামারা পূর্বপাড়া গ্রামের মো. আব্দুল বয়াতির মেয়ে বর্ষা খাতুন (২০) এবং একই গ্রামের মো. রাহেজ বয়াতির মেয়ে লামিয়া খাতুন (১০)।

খবর পেয়ে আরিচা ঘাটের ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা পর্যন্ত তারা কাউকে খুঁজে পায়নি। আজ আবার উদ্ধার অভিযান শুরু করা হবে।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন বাসসকে বলেন, ফায়ার সার্ভিস আজ নিখোঁজদের মৃতদেহ উদ্ধারের জন্য অনুসন্ধান শুরু  করবে। তিনি আরও বলেন, উপজেলা কর্তৃপক্ষ মাইকিং করে এলাকার মানুষকে তাদের নিরাপত্তার জন্য নদীর বিপজ্জনক স্থান এড়াতে সতর্ক করছে। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত মৃতদেহ পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০