বাগেরহাটে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ১৮ হাজার টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ১২ জুন ২০২৫, ১৩:৫০
ছবি : বাসস

বাগেরহাট, ১২ জুন, ২০২৫(বাসস) : পবিত্র ঈদুল আযহা উদ্যাপন শেষে কর্মস্থলে ফিরতি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে পৃথক দুটি অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীদের কাছ থেকে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত  ভাড়া আদায় করছিল। 

জানা যায়, বাস টার্মিনালে বিভিন্ন কাউন্টারে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের খবর পেয়ে বাগেরহাট সদর এসিল্যান্ড মো. এস এম নুরুন্নবী ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখানে ‘ইমা পরিবহণ’ এর কাউন্টারে গিয়ে যাত্রীদের টিকিট চেক করে প্রত্যেক যাত্রীর কাছ থেকে ১৫০ টাকা করে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পান। 

এসময় কর্তব্যরত এসিল্যান্ড ‘ইমা পরিবহণ’ কে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং কাউন্টার ম্যানেজার মো. শাহাদাত হোসেনকে যাত্রীদের অতিরিক্ত টাকা ফেরত দেয়ার নির্দেশ দেন। 

পৃথক অভিযানে একই অপরাধে ‘বলেশ্বর পরিবহণ’ এর যাত্রীবাহী বাসের কাউন্টারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার তড়িৎ চন্দ্র শীল ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই আদেশ দেন।

তড়িৎ চন্দ্র শীল বলেন, বলেশ্বর পরিবহণ ঈদ উপলক্ষে বাগেরহাট থেকে চট্টগ্রামগামী যাত্রীদের কাছ থেকে ১৬শ টাকা ভাড়া আদায় করছিল। বিআরটিএ-এর নির্ধারিত ভাড়া ছিল মাত্র ১১শ টাকা। এছাড়া এদিন অন্যান্য পরিবহণ কাউন্টারেও অভিযান চালানো হয় এবং দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলোকে বিআরটিএ-এর নির্ধারিত ভাড়া নিতে বলা হয়। যাত্রীদেরও নির্ধারিত ভাড়ার বেশি ভাড়া না দেওয়ার জন্য অনুরোধ করা হয়। 

তিনি জানান, বাগেরহাট থেকে ঢাকার নির্ধারিত ভাড়া ৭১০ টাকা এবং চট্টগ্রামের ভাড়া ১১শ টাকা।

অভিযানের সময় বিআরটিএ-এর বাগেরহাট কার্যালয়ের পরিদর্শক ওমর ফারুকসহ বাস মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রামপালে বিএনপি’র সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন কর্মী নিহত
তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় 
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ
পটিয়ায় রাস মহোৎসবে বিএনপি মনোনীত প্রার্থী এনাম
ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হতে রিজভীর অনুরোধ
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
১০