মাগুরায় বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাসস
প্রকাশ: ১২ জুন ২০২৫, ১৫:৩০
বৃহস্পতিবার মাগুরায় বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত। ছবি: বাসস

মাগুরা, ১২ জুন, ২০২৫ (বাসস): মাগুরা সদরের শিমুলিয়ায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে বিসিআইসি কর্তৃক সারাদেশে বাস্তবায়নাধীন ৩৪টি বাফার গুদাম নির্মাণ প্রকল্পের অংশ হিসেবেই মাগুরায় এই গুদাম নির্মিত হচ্ছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুল রহমান। এ সময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিসিআইসি চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব ফজলুর রহমান।

অনুষ্ঠানে শিল্প সচিব বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে কৃষিতে সার সরবরাহ ও সংরক্ষণের জন্য আধুনিক ও টেকসই অবকাঠামো গড়ে তোলা। তিনি জানান, এই গুদাম নির্মিত হলে কৃষকরা আরো সময়মতো সার পাবে এবং বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়বে।

বিসিআইসি চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, সার ব্যবস্থাপনার আধুনিকায়নে এটি একটি বড় পদক্ষেপ। মাগুরা অংশে প্রায় ১৫ হাজার মেট্রিকটন ধারণক্ষমতার গুদাম নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৬৬ কোটি টাকা। সারাদেশে ৩৪টি গুদামের মাধ্যমে দেশের কৃষিখাতে গুণগত পরিবর্তন আসবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক, পুলিশ সুপার, কৃষি বিভাগসহ অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে শিল্প সচিব গুদাম স্থাপনের অগ্রগতি ও গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জের অবৈধ স্থাপনা ও ইব্রাহীমপুরের নদী ভাঙন পরিদর্শন 
সিরিয়ার সেনাবাহিনী ও এসডিএফ যুদ্ধবিরতিতে পৌঁছেছে
চুয়াডাঙ্গায়  টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন 
গাজা আলোচনা 'ইতিবাচক', আজ আবার শুরু : হামাসের ঘনিষ্ঠ সূত্র
সচিবালয়ে ‘একবার ব্যবহার্য প্লাস্টিক’ নিষিদ্ধকরণে সক্রিয় মনিটরিং টিম
২০২৯ সালে বাংলাদেশ প্রবীণপ্রবণ সমাজে পদার্পণ করবে
ঝিনাইদহে টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত
প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর বিদায়ী সাক্ষাৎ
সিঙ্গাপুরের একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক লুৎফে সিদ্দিকীর
দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের তদন্ত শুরু হয়েছে : চিফ প্রসিকিউটর
১০