মাগুরায় বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাসস
প্রকাশ: ১২ জুন ২০২৫, ১৫:৩০
বৃহস্পতিবার মাগুরায় বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত। ছবি: বাসস

মাগুরা, ১২ জুন, ২০২৫ (বাসস): মাগুরা সদরের শিমুলিয়ায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে বিসিআইসি কর্তৃক সারাদেশে বাস্তবায়নাধীন ৩৪টি বাফার গুদাম নির্মাণ প্রকল্পের অংশ হিসেবেই মাগুরায় এই গুদাম নির্মিত হচ্ছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুল রহমান। এ সময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিসিআইসি চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব ফজলুর রহমান।

অনুষ্ঠানে শিল্প সচিব বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে কৃষিতে সার সরবরাহ ও সংরক্ষণের জন্য আধুনিক ও টেকসই অবকাঠামো গড়ে তোলা। তিনি জানান, এই গুদাম নির্মিত হলে কৃষকরা আরো সময়মতো সার পাবে এবং বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়বে।

বিসিআইসি চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, সার ব্যবস্থাপনার আধুনিকায়নে এটি একটি বড় পদক্ষেপ। মাগুরা অংশে প্রায় ১৫ হাজার মেট্রিকটন ধারণক্ষমতার গুদাম নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৬৬ কোটি টাকা। সারাদেশে ৩৪টি গুদামের মাধ্যমে দেশের কৃষিখাতে গুণগত পরিবর্তন আসবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক, পুলিশ সুপার, কৃষি বিভাগসহ অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে শিল্প সচিব গুদাম স্থাপনের অগ্রগতি ও গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রামপালে বিএনপি’র সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন কর্মী নিহত
তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় 
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ
পটিয়ায় রাস মহোৎসবে বিএনপি মনোনীত প্রার্থী এনাম
ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হতে রিজভীর অনুরোধ
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
১০