সমুদ্রে জাল ফেললেই মিলছে মাছ  

বাসস
প্রকাশ: ১২ জুন ২০২৫, ১৫:৫২
জেলেদের জালে ধরা পড়ছে রুপালি ইলিশসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। ছবি: বাসস

পটুয়াখালী, ১২ জুন, ২০২৫ (বাসস) : দীর্ঘ ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ জেলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে আশানুরূপ রুপালি ইলিশসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। সমুদ্রে জাল ফেললেই পাচ্ছেন পর্যাপ্ত মাছ। 

দীর্ঘদিন পর ডিঙি নৌকা ও ছোট ট্রলার নিয়ে সাগরে যাওয়া জেলেরা ফিরছেন কাঙ্ক্ষিত মাছ নিয়ে। এতে উচ্ছ্বসিত জেলেরা। তবে গভীর সাগরে মাছ শিকারে যাওয়া অধিকাংশ ট্রলার এখনো তীরে ফেরেনি। আবহাওয়া অনুকূলে থাকলে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরার পড়বে বলে আশা করছে জেলে ও মৎস্য বিভাগ।

কুয়াকাটার গঙ্গামতি এলাকার জেলে আব্দুল করিম (৫৬) বলেন, আমরা জাল, রশি এবং মাছ ধরার সরঞ্জামাদি নিয়ে প্রস্তুত ছিলাম। গতকাল রাত ১২টার পরপরই সমুদ্রে নেমে জাল ফেলি। সকালে জাল তুলে দেখি প্রচুর মাছ। আমরা আশা করছি পরবর্তীতে আরো বেশি মাছ পাবো।

উল্লেখ্য, এবারই প্রথম ভারতের সঙ্গে মিল রেখে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। 

এ প্রসঙ্গে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ৫৮ দিন মাছ ধরা থেকে বিরত থাকায় সামুদ্রিক ৪৭৫ প্রজাতির মাছের সুষ্ঠু প্রজনন হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জের অবৈধ স্থাপনা ও ইব্রাহীমপুরের নদী ভাঙন পরিদর্শন 
সিরিয়ার সেনাবাহিনী ও এসডিএফ যুদ্ধবিরতিতে পৌঁছেছে
চুয়াডাঙ্গায়  টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন 
গাজা আলোচনা 'ইতিবাচক', আজ আবার শুরু : হামাসের ঘনিষ্ঠ সূত্র
সচিবালয়ে ‘একবার ব্যবহার্য প্লাস্টিক’ নিষিদ্ধকরণে সক্রিয় মনিটরিং টিম
২০২৯ সালে বাংলাদেশ প্রবীণপ্রবণ সমাজে পদার্পণ করবে
ঝিনাইদহে টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত
প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর বিদায়ী সাক্ষাৎ
সিঙ্গাপুরের একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক লুৎফে সিদ্দিকীর
দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের তদন্ত শুরু হয়েছে : চিফ প্রসিকিউটর
১০