লক্ষ্মীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২৪ পরিবহনকে জরিমানা

বাসস
প্রকাশ: ১২ জুন ২০২৫, ১৬:২৬
ছবি: বাসস

লক্ষ্মীপুর, ১২ জুন, ২০২৫ (বাসস): ঈদের ছুটি শেষে লক্ষ্মীপুর ও রায়পুরে বিভিন্ন রুটের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ২টি বাস কাউন্টার ও ২২টি সিএনজিচালিত অটোরিকশাকে ৩০ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ সকালে দুটি পৃথক অভিযানে এ জরিমানা করা হয়। 

সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জামশেদ আলম রানার নেতৃত্বে আজ সকালে রায়পুর চাঁদপুর সড়ক ও পৌরবাস টার্মিনালে অভিযান চালানো হয়। অন্যদিকে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ইমরান খান লক্ষ্মীপুর-মজু চৌধুরী হাট সড়ক এবং জেলা বাস টার্মিনাল এলাকায়  অভিযানের নেতৃত্ব দেন। পুলিশ ও সেনাবাহিনী তাদের সার্বিক সহযোগিতা করেন। 

জানা যায়, জোনাকি ও শাহী বাস কাউন্টারে টিকিটের মূল্য না লিখেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, মজু চৌধুরী হাট, রায়পুর- চাঁদপুর সড়ক ও বাস টার্মিনাল এলাকায় সিএনজি চালিত অটোরিকশার কাগজপত্র না থাকায়  ২টি বাস ও ২২টি সিএনজি চালিত অটোরিকশাকে ৩০ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। এ অভিযান আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বলে তারা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০