লক্ষ্মীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২৪ পরিবহনকে জরিমানা

বাসস
প্রকাশ: ১২ জুন ২০২৫, ১৬:২৬
ছবি: বাসস

লক্ষ্মীপুর, ১২ জুন, ২০২৫ (বাসস): ঈদের ছুটি শেষে লক্ষ্মীপুর ও রায়পুরে বিভিন্ন রুটের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ২টি বাস কাউন্টার ও ২২টি সিএনজিচালিত অটোরিকশাকে ৩০ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ সকালে দুটি পৃথক অভিযানে এ জরিমানা করা হয়। 

সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জামশেদ আলম রানার নেতৃত্বে আজ সকালে রায়পুর চাঁদপুর সড়ক ও পৌরবাস টার্মিনালে অভিযান চালানো হয়। অন্যদিকে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ইমরান খান লক্ষ্মীপুর-মজু চৌধুরী হাট সড়ক এবং জেলা বাস টার্মিনাল এলাকায়  অভিযানের নেতৃত্ব দেন। পুলিশ ও সেনাবাহিনী তাদের সার্বিক সহযোগিতা করেন। 

জানা যায়, জোনাকি ও শাহী বাস কাউন্টারে টিকিটের মূল্য না লিখেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, মজু চৌধুরী হাট, রায়পুর- চাঁদপুর সড়ক ও বাস টার্মিনাল এলাকায় সিএনজি চালিত অটোরিকশার কাগজপত্র না থাকায়  ২টি বাস ও ২২টি সিএনজি চালিত অটোরিকশাকে ৩০ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। এ অভিযান আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বলে তারা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রামপালে বিএনপি’র সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন কর্মী নিহত
তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় 
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ
পটিয়ায় রাস মহোৎসবে বিএনপি মনোনীত প্রার্থী এনাম
ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হতে রিজভীর অনুরোধ
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
১০