লক্ষ্মীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২৪ পরিবহনকে জরিমানা

বাসস
প্রকাশ: ১২ জুন ২০২৫, ১৬:২৬
ছবি: বাসস

লক্ষ্মীপুর, ১২ জুন, ২০২৫ (বাসস): ঈদের ছুটি শেষে লক্ষ্মীপুর ও রায়পুরে বিভিন্ন রুটের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ২টি বাস কাউন্টার ও ২২টি সিএনজিচালিত অটোরিকশাকে ৩০ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ সকালে দুটি পৃথক অভিযানে এ জরিমানা করা হয়। 

সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জামশেদ আলম রানার নেতৃত্বে আজ সকালে রায়পুর চাঁদপুর সড়ক ও পৌরবাস টার্মিনালে অভিযান চালানো হয়। অন্যদিকে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ইমরান খান লক্ষ্মীপুর-মজু চৌধুরী হাট সড়ক এবং জেলা বাস টার্মিনাল এলাকায়  অভিযানের নেতৃত্ব দেন। পুলিশ ও সেনাবাহিনী তাদের সার্বিক সহযোগিতা করেন। 

জানা যায়, জোনাকি ও শাহী বাস কাউন্টারে টিকিটের মূল্য না লিখেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, মজু চৌধুরী হাট, রায়পুর- চাঁদপুর সড়ক ও বাস টার্মিনাল এলাকায় সিএনজি চালিত অটোরিকশার কাগজপত্র না থাকায়  ২টি বাস ও ২২টি সিএনজি চালিত অটোরিকশাকে ৩০ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। এ অভিযান আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বলে তারা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জের অবৈধ স্থাপনা ও ইব্রাহীমপুরের নদী ভাঙন পরিদর্শন 
সিরিয়ার সেনাবাহিনী ও এসডিএফ যুদ্ধবিরতিতে পৌঁছেছে
চুয়াডাঙ্গায়  টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন 
গাজা আলোচনা 'ইতিবাচক', আজ আবার শুরু : হামাসের ঘনিষ্ঠ সূত্র
সচিবালয়ে ‘একবার ব্যবহার্য প্লাস্টিক’ নিষিদ্ধকরণে সক্রিয় মনিটরিং টিম
২০২৯ সালে বাংলাদেশ প্রবীণপ্রবণ সমাজে পদার্পণ করবে
ঝিনাইদহে টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত
প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর বিদায়ী সাক্ষাৎ
সিঙ্গাপুরের একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক লুৎফে সিদ্দিকীর
দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের তদন্ত শুরু হয়েছে : চিফ প্রসিকিউটর
১০