টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে গেছে

বাসস
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১৪:১৩
শুক্রবার রাত ৯টার দিকে টাঙ্গাইলের আউলিয়াবাদ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: বাসস

টাঙ্গাইল, ১৪ জুন, ২০২৫ (বাসস) : জেলার কালিহাতি উপজেলার আউলিয়াবাদ বাজারে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার আউলিয়াবাদ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত আনুমানিক নয়টার দিকে স্থানীয় লোকজন একটি দোকানে আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজনদের ডাকতে থাকেন। মুহূর্তের মধ্যেই আগুন বাজারে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা কালিহাতী ফায়ার সার্ভিস কে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে একটি কাপড়ের দোকান, জুতার দোকান, ওষুধের দোকান, মুদি ও একটি  মুরগির খাদ্যের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। 

কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া জানান, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার চেষ্টার পর  আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তদন্তসাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাবান্ধা দিয়ে নেপাল গেল ১,৪০৭ টন আলু
ফরিদপুরে এক টাকা কেজিতে গরুর মাংস বিক্রি
ব্রাহ্মণবাড়িয়ায় পাইপলাইনে গ্যাস সরবরাহ শুরু
কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ি-শাল জব্দ
সুনামগঞ্জে লোকদল শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর নির্দেশে উত্তেজনা বাড়লো
বাউফলে সড়কপথে শৃঙ্খলায় প্রশাসনের কঠোর অবস্থান
কুড়িগ্রামে ৮ ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভস্মীভূত
পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
মেট্রোরেল নিয়ে বিভ্রান্তি সৃষ্টি ও গুজব শনাক্ত ফ্যাক্টওয়াচের
১০