টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে গেছে

বাসস
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১৪:১৩
শুক্রবার রাত ৯টার দিকে টাঙ্গাইলের আউলিয়াবাদ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: বাসস

টাঙ্গাইল, ১৪ জুন, ২০২৫ (বাসস) : জেলার কালিহাতি উপজেলার আউলিয়াবাদ বাজারে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার আউলিয়াবাদ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত আনুমানিক নয়টার দিকে স্থানীয় লোকজন একটি দোকানে আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজনদের ডাকতে থাকেন। মুহূর্তের মধ্যেই আগুন বাজারে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা কালিহাতী ফায়ার সার্ভিস কে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে একটি কাপড়ের দোকান, জুতার দোকান, ওষুধের দোকান, মুদি ও একটি  মুরগির খাদ্যের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। 

কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া জানান, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার চেষ্টার পর  আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তদন্তসাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ওয়াশিংটনে অস্ত্র বহন শুরু করেছে ন্যাশনাল গার্ড সৈন্যরা
রংপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে জরিমানা
সংসদীয় সীমানা : খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের আপত্তির ওপর শুনানি গ্রহণ করছে ইসি
সুনামগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা
ইসরাইলি বিমান হামলায় গাজায় নিহত ৪২ 
চুয়াডাঙ্গায় মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও সভা 
খুবিতে ডাটা জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ
আগামী ৪ মাসের মধ্যে দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টের নির্দেশ
খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫
খাগড়াছড়িতে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করছে নারী ও যুব সমাজ 
১০