টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে গেছে

বাসস
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১৪:১৩
শুক্রবার রাত ৯টার দিকে টাঙ্গাইলের আউলিয়াবাদ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: বাসস

টাঙ্গাইল, ১৪ জুন, ২০২৫ (বাসস) : জেলার কালিহাতি উপজেলার আউলিয়াবাদ বাজারে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার আউলিয়াবাদ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত আনুমানিক নয়টার দিকে স্থানীয় লোকজন একটি দোকানে আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজনদের ডাকতে থাকেন। মুহূর্তের মধ্যেই আগুন বাজারে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা কালিহাতী ফায়ার সার্ভিস কে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে একটি কাপড়ের দোকান, জুতার দোকান, ওষুধের দোকান, মুদি ও একটি  মুরগির খাদ্যের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। 

কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া জানান, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার চেষ্টার পর  আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তদন্তসাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইসরাইল ৭ অক্টোবর হামলার দ্বিতীয় বার্ষিকী পালন করছে
কিশোরগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
মিশরে গাজা যুদ্ধবিরতি প্রথম দফা আলোচনা ‘ইতিবাচকভাবে’ শেষ হয়েছে
পটুয়াখালীতে নানা আনুষ্ঠানিকতায় রাখাইনদের প্রবারণা পূর্ণিমা উদযাপিত
লন্ডনে মোবাইল ফোন চুরির অভিযোগে আটক ৪৬
এই সপ্তাহে উত্তর কোরিয়া যাচ্ছেন চীনের প্রধানমন্ত্রী
সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিএনপি’র উপহার সামগ্রী বিতরণ
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত 
নেত্রকোণায় আগুনে পুড়ে বসতঘর ছাই
ইসরাইল থেকে বহিষ্কৃত ফ্লোটিলা কর্মীদের সঙ্গে গ্রীসে পৌঁছালেন গ্রেটা থুনবার্গ
১০