বাগেরহাটে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু 

বাসস
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১৮:০২

বাগেরহাট, ১৪ জুন ২০২৫ (বাসস): জেলার মোল্লাহাট উপজেলায় আজ মধুমতী নদীতে গোসলের সময় জোয়ারের পানিতে ভেসে গিয়ে রতন মোল্লা (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুর ১২ টায় মোল্লাহাট উপজেলার চরপাড়া গাড়ফা এলাকায় মধুমতি নদীতে এ ঘটনা ঘটে।  মৃত রতন মোল্লা বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায় চরপাড়া গাড়ফা গ্রামের অধিবাসী ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ রতন মোল্লা ‘প্যারালাইজড’ ছিলেন।প্রতিদিনের মতো শনিবার দুপুরে রতন মোল্লা মধুমতি নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে বৃদ্ধ রতন মোল্লা হাতের লাঠি সহ জোয়ারের পানিতে ভেসে নিখোঁজ হন। তাৎক্ষনিকভাবে মোল্লাহাট ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। মোল্লাহাট ফায়ার সার্ভিসের ডুবুরিদল ব্যাপক তল্লাশি চালিয়ে দুপুর ২ টায় বৃদ্ধ রতন মোল্লার মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।

মোল্লাহাটে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।  

ঘটনা নিশ্চিত করে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে রতন মোল্লার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ওয়াশিংটনে অস্ত্র বহন শুরু করেছে ন্যাশনাল গার্ড সৈন্যরা
রংপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে জরিমানা
সংসদীয় সীমানা : খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের আপত্তির ওপর শুনানি গ্রহণ করছে ইসি
সুনামগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা
ইসরাইলি বিমান হামলায় গাজায় নিহত ৪২ 
চুয়াডাঙ্গায় মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও সভা 
খুবিতে ডাটা জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ
আগামী ৪ মাসের মধ্যে দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টের নির্দেশ
খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫
খাগড়াছড়িতে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করছে নারী ও যুব সমাজ 
১০