পটিয়ায় পর্যটন এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত তরুণ নিহত

বাসস
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১৮:১৪

চট্টগ্রাম, ১৪ জুন ২০২৫ (বাসস) : চট্টগ্রাম-কক্সবাজার রেল সড়কের পটিয়ায় পর্যটন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক তরুণ নিহত হয়েছে। তার আনুমানিক বয়স ১৭ বছর। নিহতের গ্রামের বাড়ি কুমিল্লায় হলেও প্রকৃত নাম ঠিকানা স্থানীয়রা বলতে পারেননি। 

শনিবার (১৪ জুন) চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ওসি এম এম শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে পটিয়া রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি জানান, এসময় গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে রাতে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেয়ার পর ভোররাত ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পটিয়া রেলওয়ে স্টেশন মাস্টার রাশেদুল আলম বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকামুখী পর্যটক এক্সপ্রেস রাত ১০টার দিকে পটিয়া স্টেশন অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায় নিহত অজ্ঞাত তরুণের বাড়ি কুমিল্লায়। কর্মসূত্রে পটিয়ায় থাকতেন। রাতে রেল লাইনে বসেছিলেন তিনি। 

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ওসি এম এম শহিদুল ইসলাম বলেন, নিহত অজ্ঞাত তরুণের পরিবারের খোঁজ পাওয়া যায়নি। খোঁজ না পাওয়া পর্যন্ত তার মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইসরাইল ৭ অক্টোবর হামলার দ্বিতীয় বার্ষিকী পালন করছে
কিশোরগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
মিশরে গাজা যুদ্ধবিরতি প্রথম দফা আলোচনা ‘ইতিবাচকভাবে’ শেষ হয়েছে
পটুয়াখালীতে নানা আনুষ্ঠানিকতায় রাখাইনদের প্রবারণা পূর্ণিমা উদযাপিত
লন্ডনে মোবাইল ফোন চুরির অভিযোগে আটক ৪৬
এই সপ্তাহে উত্তর কোরিয়া যাচ্ছেন চীনের প্রধানমন্ত্রী
সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিএনপি’র উপহার সামগ্রী বিতরণ
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত 
নেত্রকোণায় আগুনে পুড়ে বসতঘর ছাই
ইসরাইল থেকে বহিষ্কৃত ফ্লোটিলা কর্মীদের সঙ্গে গ্রীসে পৌঁছালেন গ্রেটা থুনবার্গ
১০