পটিয়ায় পর্যটন এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত তরুণ নিহত

বাসস
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১৮:১৪

চট্টগ্রাম, ১৪ জুন ২০২৫ (বাসস) : চট্টগ্রাম-কক্সবাজার রেল সড়কের পটিয়ায় পর্যটন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক তরুণ নিহত হয়েছে। তার আনুমানিক বয়স ১৭ বছর। নিহতের গ্রামের বাড়ি কুমিল্লায় হলেও প্রকৃত নাম ঠিকানা স্থানীয়রা বলতে পারেননি। 

শনিবার (১৪ জুন) চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ওসি এম এম শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে পটিয়া রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি জানান, এসময় গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে রাতে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেয়ার পর ভোররাত ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পটিয়া রেলওয়ে স্টেশন মাস্টার রাশেদুল আলম বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকামুখী পর্যটক এক্সপ্রেস রাত ১০টার দিকে পটিয়া স্টেশন অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায় নিহত অজ্ঞাত তরুণের বাড়ি কুমিল্লায়। কর্মসূত্রে পটিয়ায় থাকতেন। রাতে রেল লাইনে বসেছিলেন তিনি। 

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ওসি এম এম শহিদুল ইসলাম বলেন, নিহত অজ্ঞাত তরুণের পরিবারের খোঁজ পাওয়া যায়নি। খোঁজ না পাওয়া পর্যন্ত তার মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান : অধ্যাপক মুজিবুর রহমান
শুল্ক ও বিরল খনিজ নিয়ে উত্তেজনা প্রশমনে একমত ট্রাম্প ও সি
বাংলাদেশ ও চীনের উন্নয়ন দৃষ্টিভঙ্গি অভিন্ন, ঢাকা-গুয়াংজু সহযোগিতার নতুন দিগন্তে 
বর্তমান ধর্মভিত্তিক রাজনীতির সাথে প্রকৃত ইসলামী রাজনীতির কোন সম্পর্ক নেই : টুকু
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৫০৬ জন হাসপাতালে ভর্তি
জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই : মির্জা ফখরুল
নির্বাচন বানচালের ষড়যন্ত্র মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান খুলনা বিএনপি নেতাদের
যশোরে ছয়টি স্বর্ণের বার সহ পাচারকারী আটক
ইংল্যান্ডকে দ্বিতীয়বার হোয়াইটওয়াশের মিশনে নিউজিল্যান্ড
নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
১০