ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত 

বাসস
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১৮:৩৬

ঝালকাঠি, ১৪ জুন ২০২৫ (বাসস): জেলার রাজাপুর উপজেলায় আজ হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

আজ শনিবার দুপুর ২ টার দিকে উপজেলায় বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের রাজাপুর- পাকাপুল এলাকায় এ ঘটনা  ঘটে।

নিহতরা হলেন- পিকআপ ভ্যানের চালক মশিউর রহমান (৬০) ও তার সহকারী মুয়াজ (৪০)।  নিহত মশিউর রহমানের বাড়ি মাগুরা জেলায় এবং তার সহকারীর বাড়ি ফরিদপুর জেলায়। 

পুুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পিকআপ ভ্যানটি ভাণ্ডারিয়া থেকে রাজাপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে রাজাপুর- পাকাপুল এলাকায় বিপরীত দিক থেকে আসা চট্রগ্রামগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিকআপটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক মশিউর রহমান ও তার সহকারী মুয়াজ নিহত হন। খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইসরাইল ৭ অক্টোবর হামলার দ্বিতীয় বার্ষিকী পালন করছে
কিশোরগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
মিশরে গাজা যুদ্ধবিরতি প্রথম দফা আলোচনা ‘ইতিবাচকভাবে’ শেষ হয়েছে
পটুয়াখালীতে নানা আনুষ্ঠানিকতায় রাখাইনদের প্রবারণা পূর্ণিমা উদযাপিত
লন্ডনে মোবাইল ফোন চুরির অভিযোগে আটক ৪৬
এই সপ্তাহে উত্তর কোরিয়া যাচ্ছেন চীনের প্রধানমন্ত্রী
সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিএনপি’র উপহার সামগ্রী বিতরণ
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত 
নেত্রকোণায় আগুনে পুড়ে বসতঘর ছাই
ইসরাইল থেকে বহিষ্কৃত ফ্লোটিলা কর্মীদের সঙ্গে গ্রীসে পৌঁছালেন গ্রেটা থুনবার্গ
১০