চট্টগ্রামে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার

বাসস
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১৯:০৪
ছবি: বাসস

চট্টগ্রাম, ১৪ জুন, ২০২৫ (বাসস): জেলার সীতাকুণ্ডে যাত্রীবেশে উঠে চালকের কাছ থেকে ছিনতাই করে নিয়ে যাওয়া প্রাইভেটকারটি তিনদিন পর আজ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার ভোরে সীতাকুণ্ডের জোড়ামতল এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত বুধবার (১১ জুন) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কুমিরায় কেএসআরএম রয়েল গেইট এলাকায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে চালক রাজিব হোসেনকে জিম্মি করে প্রাইভেটকারটি ছিনতাই করে নিয়ে যায়। এ সময় চালকের সঙ্গে থাকা মোবাইল-টাকা লুট করে নেয় ছিনতাইকারীরা।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, প্রাইভেটকার ছিনতাইকারীরা মিরসরাই সদর এলাকা থেকে ভাড়ায় গাড়িটিতে উঠে। মহাসড়কের রয়েল গেট নামক এলাকা থেকে কারটি ছিনতাই করেন তারা। ঘটনার পর ভুক্তভোগী চালক থানায় মামলা করলে পুলিশ সদস্যরা মহাসড়কের রয়েল গেট এলাকার সিসিটিভি ফুটেজ ও মিরসরাইয়ের যাত্রী উঠার স্থানের ফুটেজ সংগ্রহ করে।

শনিবার ভোরে ছিনতাই হওয়া এলাকার থেকে প্রায় ২০০ মিটার দক্ষিণ পশ্চিমে একটি পরিত্যক্ত ট্রাক ডিপোর পাশ থেকে প্রাইভেটকারটি উদ্ধার করে পুলিশ।

প্রাইভেটকারটির চালক রাজিব জানান, চট্টগ্রাম যাওয়ার কথা বলে ১ হাজার ৮০০ টাকায় গাড়িটি ভাড়া করেছিলেন চার যাত্রী। সীতাকুণ্ডের কুমিরায় আসার পর তারাই গলায় ছুরি ও অস্ত্র ধরে আমাকে ফেলে দিয়ে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান : অধ্যাপক মুজিবুর রহমান
শুল্ক ও বিরল খনিজ নিয়ে উত্তেজনা প্রশমনে একমত ট্রাম্প ও সি
বাংলাদেশ ও চীনের উন্নয়ন দৃষ্টিভঙ্গি অভিন্ন, ঢাকা-গুয়াংজু সহযোগিতার নতুন দিগন্তে 
বর্তমান ধর্মভিত্তিক রাজনীতির সাথে প্রকৃত ইসলামী রাজনীতির কোন সম্পর্ক নেই : টুকু
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৫০৬ জন হাসপাতালে ভর্তি
জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই : মির্জা ফখরুল
নির্বাচন বানচালের ষড়যন্ত্র মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান খুলনা বিএনপি নেতাদের
যশোরে ছয়টি স্বর্ণের বার সহ পাচারকারী আটক
ইংল্যান্ডকে দ্বিতীয়বার হোয়াইটওয়াশের মিশনে নিউজিল্যান্ড
নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
১০