চট্টগ্রামে হত্যাসহ ১৩ মামলার পলাতক আসামি গ্রেপ্তার 

বাসস
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১৯:০৫
পলাতক আসামি গ্রেপ্তার । ছবি : বাসস

চট্টগ্রাম, ১৪ জুন, ২০২৫ (বাসস) : চট্টগ্রামে হত্যাসহ ১৩ মামলার পলাতক আসামি মো. ফরহাদ উদ্দিন মজনুকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মো. ফরহাদ উদ্দিন মজনু বায়েজিদ বোস্তামী থানাধীন পূর্ব শহীদ নগরপুর এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।

আজ শনিবার দুপুরে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার রাতে বায়েজিদ বোস্তামী থানাধীন পূর্ব শহীদ নগর এলাকায় অভিযান চালিয়ে মো. ফরহাদ উদ্দিন মজনুকে গ্রেপ্তার করে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানায় করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ এবং চট্টগ্রাম জেলার রাউজান থানায় হত্যা, নাশকতা আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ এবং মাদক সংক্রান্ত ১৩টি মামলার তথ্য পাওয়া গেছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ওয়াশিংটনে অস্ত্র বহন শুরু করেছে ন্যাশনাল গার্ড সৈন্যরা
রংপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে জরিমানা
সংসদীয় সীমানা : খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের আপত্তির ওপর শুনানি গ্রহণ করছে ইসি
সুনামগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা
ইসরাইলি বিমান হামলায় গাজায় নিহত ৪২ 
চুয়াডাঙ্গায় মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও সভা 
খুবিতে ডাটা জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ
আগামী ৪ মাসের মধ্যে দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টের নির্দেশ
খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫
খাগড়াছড়িতে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করছে নারী ও যুব সমাজ 
১০