সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন সামগ্রী জব্দ

বাসস
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১৯:১৮

সাতক্ষীরা, ১৪ জুন ২০২৫ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, ওষুধ ও গলদা চিংড়ির রেণু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ শনিবার সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, কুশখালি, ঘোনা, তলুইগাছা, বাঁকাল চেকপোস্ট, কাকডাঙ্গা, মাদরা, সুলতানপুর, চান্দুড়িয়া ও হিজলদী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপি’র বিশেষ অভিযানিক দল দাসপাড়া নামক সীমান্ত থেকে ভারতীয় শাড়ি, ঘোনা বিওপি’র বিশেষ অভিযানিক দল বিনেরপোতা নামক স্থান হতে ভারতীয় গলদা চিংড়ির রেণু, কুশখালি বিওপি’র বিশেষ অভিযানিক দল আমবাগান নামক স্থান হতে, তলুইগাছা বিওপি’র পৃথক দুটি বিশেষ অভিযানিক দল মজুমদারের খাল ও শালবাগান নামক স্থান হতে এবং বাঁকাল চেকপোস্ট এর বিশেষ অভিযানিক দল বাঁকাল থেকে ভারতীয় ওষুধ জব্দ করেন। 

এছাড়া, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির পৃথক তিনটি বিশেষ অভিযানিক দল কেড়াগাছি, গেড়াখালি ও ভাদিয়ালী নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও ওষুধ, মাদরা বিওপির বিশেষ অভিযানিক দল শিশুতলা নামক স্থান হতে, হিজলদী বিওপির বিশেষ অভিযানিক দল রাজপুর নামক স্থান হতে, সুলতানপুর বিওপির বিশেষ অভিযানিক দল কামারডাঙ্গা নামক স্থান হতে এবং চান্দুড়িয়া বিওপির পৃথক দুটি বিশেষ অভিযানিক দল কাঁদপুর আমবাগান ও গোয়ালপাড়া নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করেন। জব্দকৃত মালামালের সর্বমোট বাজারমূল্য আনুমানিক ১৭ লাখ ২৬ হাজার টাকা। 

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাকারবারিরা অবৈধভাবে উক্ত মালামাল ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান : অধ্যাপক মুজিবুর রহমান
শুল্ক ও বিরল খনিজ নিয়ে উত্তেজনা প্রশমনে একমত ট্রাম্প ও সি
বাংলাদেশ ও চীনের উন্নয়ন দৃষ্টিভঙ্গি অভিন্ন, ঢাকা-গুয়াংজু সহযোগিতার নতুন দিগন্তে 
বর্তমান ধর্মভিত্তিক রাজনীতির সাথে প্রকৃত ইসলামী রাজনীতির কোন সম্পর্ক নেই : টুকু
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৫০৬ জন হাসপাতালে ভর্তি
জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই : মির্জা ফখরুল
নির্বাচন বানচালের ষড়যন্ত্র মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান খুলনা বিএনপি নেতাদের
যশোরে ছয়টি স্বর্ণের বার সহ পাচারকারী আটক
ইংল্যান্ডকে দ্বিতীয়বার হোয়াইটওয়াশের মিশনে নিউজিল্যান্ড
নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
১০