ঈদুল আযহার টানা ১০ দিন ছুটি শেষে আগামীকাল খুলছে অফিস

বাসস
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১৯:৩৭ আপডেট: : ১৫ জুন ২০২৫, ০৯:৪২
ছবি: সংগৃহীত

ঢাকা, ১৪ জুন, ২০২৫ (বাসস) : পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে টানা ১০ দিন ছুটির পর আগামীকাল রোববার খুলছে সরকারি সব অফিস।

গত ৫ জুন শুরু হয়েছিল টানা এই ছুটি। ছুটির শেষ দিন আজও অনেক মানুষ গ্রাম থেকে রাজধানীতে ফিরছেন।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে যাত্রী নিয়ে রাজধানীর টার্মিনালগুলোতে ঢুকছে বাস। পাশাপাশি ব্যক্তিগত গাড়িও অন্য দিনের চেয়ে বেশি প্রবেশ করছে ঢাকায়। রাজধানীমূখী ট্রেনেও যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে।

যাত্রীদের চাপ ও ব্যক্তিগত গাড়ি বেশি থাকলেও উল্লেখযোগ্য ভোগান্তির চিত্র দেখা যায়নি। তবে ঢাকায় সড়কে গত কয়েকদিনের তুলনায় আজ গাড়ির চাপ ও মানুষের চলাচল বেড়েছে।

যাত্রাবাড়ী, কমলাপুর, গাবতলি ও সায়েদাবাদ এলাকায় ঢাকায় ফেরা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সরেজমিনে দেখা যায়, যাত্রাবাড়ী, কমলাপুর এলাকার বিভিন্ন বাস স্টপেজে বিভিন্ন এলাকা থেকে আসা যাত্রীদের নামিয়ে বাসগুলো আবার নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছে। লাল সবুজ, সোহাগ, এনা, ইকোনো, শ্যামলী, স্টার লাইন, গ্রিন লাইনসহ বড় বড় বাস কোম্পানিগুলোর বাসের আধিক্য দেখা যায়। সঙ্গে লোকাল বাসে করেও আসছেন অনেক যাত্রী।

নোয়াখালী থেকে লাল সবুজ পরিবহনে করে ঢাকায় কমলাপুরে নামেন তৌহিদুল ইসলাম। তিনি সচিবালয়ে চাকরি করেন বলে জানান। 

তিনি জানান, বাস কাউন্টারগুলোতে ঢাকায় আসার যাত্রীর প্রচুর চাপ রয়েছে। ঢাকা থেকে ফিরতি গাড়ির জন্য আগে থেকেই টিকেট কাটা যাত্রীরা অপেক্ষা করছেন। অনেকে টিকেট না পেয়ে লোকাল গাড়িতেও আসছেন। 

ঢাকার টার্মিনালগুলো ঘুরে দেখা গেছে, খুলনা, রাজশাহী, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের নানা প্রান্ত থেকে যাত্রী নিয়ে একের পর এক বাস ঢুকছে রাজধানীতে। এসব বাস থামছে গাবতলি, মহাখালী, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, কমলাপুর, ফকিরাপুল, জুরাইন, শনিরআখড়া, রায়েরবাগ, কাজলা এলাকায়।  বাস থেকে নেমে কেউ রিকশা, কেউ সিএনজি অটোরিকশা আবার কেউ ঢাকার লোকাল বাসে যাচ্ছেন গন্তব্যে। কেউ কেউ যাচ্ছেন মতিঝিলে মেট্রোরেলের স্টেশনের দিকে। আবার কেউ মোটরসাইকেল ভাড়া করছেন।

অনেক যাত্রীই জানান, অগ্রিম টিকেট কাটতে না পারায় তারা লোকাল বাসে করে ঢাকায় আসছেন।
রাজধানীর প্রতিটি জায়গায় ট্রাফিক সদস্য রয়েছেন। 

মালিবাগ রেলগেইট এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশ রফিকুল ইসলাম বলেন, বিগত কয়েকদিনের তুলনায় আজ গাড়ি ও মানুষের চাপ বেড়েছে। বিকেল থেকে মানুষের চাপ বেড়েছে। শৃংখলা রক্ষায় ট্রাফিক ব্যবস্থাপনা তৎপর রয়েছে।  

ঈদুল আযহা উপলক্ষ্যে ৫ জুন থেকে ছুটি শুরু হয়। কাল ১৫ জুন রোববার থেকে সরকারি সব অফিসে নিয়মিত কার্যক্রম শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ওয়াশিংটনে অস্ত্র বহন শুরু করেছে ন্যাশনাল গার্ড সৈন্যরা
রংপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে জরিমানা
সংসদীয় সীমানা : খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের আপত্তির ওপর শুনানি গ্রহণ করছে ইসি
সুনামগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা
ইসরাইলি বিমান হামলায় গাজায় নিহত ৪২ 
চুয়াডাঙ্গায় মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও সভা 
খুবিতে ডাটা জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ
আগামী ৪ মাসের মধ্যে দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টের নির্দেশ
খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫
খাগড়াছড়িতে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করছে নারী ও যুব সমাজ 
১০