নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

বাসস
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ২১:৫০
ছবি : বাসস

নড়াইল, ১৪ জুন, ২০২৫ (বাসস) : জেলার কালিয়ায় আজ মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে কালিয়া বাসস্ট্যান্ড চত্বরে কালিয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট।

এতে প্রধান বক্তা হিসেবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বিএনপি নেতা ডা. আহমেদ শফিকুল হায়দার পারভেজ এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেট বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা জুলফিকার আলী মন্ডল, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সুকেশ সাহা আনন্দ, কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, কালিয়া উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিটু।

ডা. পাভেজ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষিতে বিপ্লব এনেছিলেন। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়েছিলেন। গরিব, দুঃখী ও সাধারণ মানুষের বন্ধু ছিলেন জিয়াউর রহমান।

তিনি আরও বলেন, দেশের জন্য তাঁর আত্মত্যাগকে শ্রদ্ধাভরে মানুষ এখনো স্মরণ করে। শহীদ জিয়া ছিলেন জাতির এক মহানায়ক, যিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সিলেটে বিদেশি রিভলভার ও বিস্ফোরক উদ্ধার
ঠাকুরগাঁও পৌর এলাকায় সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ শুরু 
মিরসরাইয়ে যাত্রীবেশে ১৯শ' পিস ইয়াবা পাচারকালে দুইযাত্রী গ্রেফতার
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৬ নেতাকর্মী গ্রেফতার
ঝটিকা মিছিলের চেষ্টা, হাটহাজারীতে নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী গ্রেফতার
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান : অধ্যাপক মুজিবুর রহমান
শুল্ক ও বিরল খনিজ নিয়ে উত্তেজনা প্রশমনে একমত ট্রাম্প ও সি
বাংলাদেশ ও চীনের উন্নয়ন দৃষ্টিভঙ্গি অভিন্ন, ঢাকা-গুয়াংজু সহযোগিতার নতুন দিগন্তে 
১০