নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

বাসস
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ২১:৫০
ছবি : বাসস

নড়াইল, ১৪ জুন, ২০২৫ (বাসস) : জেলার কালিয়ায় আজ মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে কালিয়া বাসস্ট্যান্ড চত্বরে কালিয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট।

এতে প্রধান বক্তা হিসেবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বিএনপি নেতা ডা. আহমেদ শফিকুল হায়দার পারভেজ এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেট বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা জুলফিকার আলী মন্ডল, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সুকেশ সাহা আনন্দ, কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, কালিয়া উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিটু।

ডা. পাভেজ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষিতে বিপ্লব এনেছিলেন। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়েছিলেন। গরিব, দুঃখী ও সাধারণ মানুষের বন্ধু ছিলেন জিয়াউর রহমান।

তিনি আরও বলেন, দেশের জন্য তাঁর আত্মত্যাগকে শ্রদ্ধাভরে মানুষ এখনো স্মরণ করে। শহীদ জিয়া ছিলেন জাতির এক মহানায়ক, যিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ওয়াশিংটনে অস্ত্র বহন শুরু করেছে ন্যাশনাল গার্ড সৈন্যরা
রংপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে জরিমানা
সংসদীয় সীমানা : খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের আপত্তির ওপর শুনানি গ্রহণ করছে ইসি
সুনামগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা
ইসরাইলি বিমান হামলায় গাজায় নিহত ৪২ 
চুয়াডাঙ্গায় মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও সভা 
খুবিতে ডাটা জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ
আগামী ৪ মাসের মধ্যে দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টের নির্দেশ
খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫
খাগড়াছড়িতে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করছে নারী ও যুব সমাজ 
১০