দিনাজপুরে আমন ধানের বীজ ও সার বিতরণের কার্যক্রম শুরু

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১৫:১৫ আপডেট: : ১৭ জুন ২০২৫, ১৫:২৪
ছবি : বাসস

দিনাজপুর, ১৭ জুন,২০২৫(বাসস): জেলার ১৩ টি উপজেলায় ৮৩ হাজার দু'শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আমন মৌসুমে উপশী  উন্নত জাতের ধানের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

আজ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফজাল হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জেলার ১৩ টি উপজেলার ১০৪ টি ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি বিভাগের উদ্যোগে বিনামূল্যে আগামী আমন মৌসুমে চাষযোগ্য উফশী উন্নত জাতের অধিক ফলনশীল ধানের বীজ বিনামূল্যে বিতরণের কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি আরো বলেন,জেলার প্রত্যেকটি ইউনিয়নে ৮'শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের তালিকা প্রণয়ন করা হয়েছে। প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী এবারে কৃষি বিভাগের গবেষণায় উন্নত উপশী জাতের আমন ধানের বীজ ৫ কেজি করে মোট ৮৩ হাজার ২’শ জন কৃষকের মাঝে ৪১৬ মেট্রিক টন ধান বীজ বিতরণ করা হবে।

সেই সাথে তালিকাভুক্ত প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএফপি এবং ১০ কেজি এমওপি রাসায়নিক সার প্রদান করা হবে। বিতরণকৃত সারের  পরিমাণ এমওপি ৮৩২ মেট্রিক টন এবং ডিএফপি ৮৩২ মেট্রিক টন সহ মোট এক হাজার ৬৬৪ মেট্রিক টন রয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায়  উপজেলা হাকিমপুরে ৩ টি ইউনিয়নে ২ হাজার ৪'শ কৃষকদের মাঝে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।এতে উপজেলা কৃষি কর্মকর্তা মোসাম্মদ আরজিনা বেগমের সভাপতিত্বে করেন। 

বিনামূল্যের ধানের বীজ ও সার পাওয়া প্রান্তিক কৃষক ফজলুর রহমান বলেন, এবারেই প্রথম আমন মৌসুমের জন্য বিনামূল্যে উন্নত জাতের অধিক ফলনশীল ধানের বীজ ও রাসায়নিক সার পেয়ে তিনি খুব খুশী। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নওগাঁয় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে কর্মশালা
চুয়াডাঙ্গার বেশি দামে সার বিক্রিতে ১ দোকানদারকে জরিমানা
চাঁদপুরে ইলিশের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান
পিএসসি’র নতুন তিন সদস্যকে শপথ গ্রহণ
রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু
শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতারকৃত ৪ আসামীকে জিজ্ঞাসাবাদের অনুমতি
সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২ 
সরকার এনএইচআরসি আইন, ২০০৯ সংশোধনে প্রতিশ্রুতিবদ্ধ : আইন উপদেষ্টা
নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
১০