রাঙ্গামাটিতে ৮ শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তি প্রদান

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১৬:৫৮
রাঙ্গামাটিতে ৮ শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তি প্রদান। ছবি : বাসস

রাঙ্গামাটি, ১৭ জুন, ২০২৫(বাসস) : জেলায় মঙ্গলবার কলেজ-বিশ্ব বিদ্যালয়ে পড়ুয়া ৮ শতাধিক  শিক্ষার্থীর মাঝে ৬৯ লক্ষ ৮৬ হাজার টাকা শিক্ষা উপবৃত্তি প্রদান করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।

আজ সকাল ১১টায় জেলা পরিষদের উদ্যোগে পরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

জেলা পরিষদ সদস্য ও শিক্ষা বিষয়ক কমিটির আহবায়ক বৈশালী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রেজাউল করিম, পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মো. শিবলী নোমান, পরিষদের ভূমি কর্মকর্তা উজালা রানী চাকমা, পরিষদের সদস্য প্রতুল দেওয়ান, সাগরিকা রোয়াজা, দয়াল দাশ, বরুন বিকাশ দেওয়ানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অনলাইনে বিকাশের মাধ্যমে উচ্চ মাধ্যমিকে ১৯৭ জনকে ৭ হাজার টাকা, ডিপ্লোমাতে ৭৯ জনকে ৭ হাজার টাকা, স্নাতকে ৭৭ জনকে ১০ হাজার টাকা, স্নাতক (সম্মান) ২৮৮ জনকে ১০ হাজার, স্নাতকোত্তরে ৭৩ জনকে ১২ হাজার টাকা, মেডিকেলের ৩৫ জনকে ১২ হাজার টাকা, কৃষি ও মৎস্য বিজ্ঞানে ১৮ জনকে ১২ হাজার টাকা  ও প্রকৌশল ৪১ জনকে ১২ হাজার টাকা করে মোট ৬৯ লক্ষ ৮৬ হাজার টাকা শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু 
সবাই ঐক্যবদ্ধ থেকে দলকে জয়ী করতে হবে : মির্জা আব্বাস
বিশ্বকাপে রেকর্ড গড়ে র‌্যাংকিংয়ের শীর্ষে উলভার্ট
কর্মকর্তাদের দক্ষতা দিয়ে সেবা প্রদানের নির্দেশনা দিয়েছেন নবনিযুক্ত পাট সচিব
এশিয়ার সবচেয়ে বড় আরচ্যারী উৎসবের জন্য প্রস্তুত ঢাকা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট ব্যবহারের নির্দেশনা
ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ বড় পতন, লেনদেনে মন্দাভাব
আইসিসির সেরা একাদশের অধিনায়ক উলভার্ট, নেই বাংলাদেশের ক্রিকেটার
ভারতের ঘটনাকে বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ে ঢাবিতে দিনব্যাপী কর্মশালা
১০