বিএমইউতে ইউনিভার্সিটি র‍্যাংকিং বিষয়ক গুরুত্বপূর্ণ সভা 

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১৮:০৯
ছবি : বাসস

ঢাকা, ১৭ জুন, ২০২৫ (বাসস): বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ইউনিভার্সিটি র‍্যাংকিং বিষয়ক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে র‌্যাঙ্কিং-এর অসামান্য অবদান রয়েছে। র‌্যাকিং একটি ধারাবাহিক কঠিন প্রক্রিয়া। অনেকটা ক্রিকেটের টেস্ট ম্যাচের মতো। এতে সফল হতে সময়, শ্রম, মেধা সবকিছুই দিতে হয়। মনে রাখতে হবে, আমরা যদি বিএমইউকে এগিয়ে নিতে না পারি তাহলে হারিয়ে যাওয়ার তালিকায় অন্তর্ভুক্ত হতে হবে। যা কোনোভাবেই কাম্য নয়। অবশ্যই আমাদের সফল হতে হবে। শতভাগ সফল হতে হবে।

তিনি বলেন, বিগত পাঁচ বছরে বিএমইউর প্রায় ১ হাজার পাবলিকেশনস ইনডেক্স জার্নালে পাবলিশড হয়েছে। এখানে রয়েছে আন্তর্জাতিক মানের গবেষকগণ। রিসার্চ সাইটেশনে সফলতা রয়েছে। এটাই প্রমাণ করে আমরা র‍্যাংকিং এও উন্নতি করতে পারবো। বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির র‍্যাংকিং-এর উন্নতিতে শিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক দৃঙ্গিভঙ্গি, শিল্প আয়, রিসার্চ সাইটেশনস ও ডকুমেন্টেশনের উপর অধিক গুরুত্ব দিতে হবে। ডকুমেন্টেশনের জন্য প্রচুর সময় দিতে হবে। তবেই র‍্যাংকিং সাফল্য আসবে।

সভায় ইউনিভার্সিটি র‍্যাংকিং বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন- ইউনিভার্সিটির র‍্যাংকিং কমিটির সদস্য সচিব ও পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফারিহা হাসিন। 

সভায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার প্রমুখসহ র‍্যাংকিং কমিটির বিজ্ঞ সদস্যবৃন্দ তাদের মতামত তুলে ধরেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০