খুলনায় পলাতক ইউপি চেয়ারম্যান পাভেলকে অপসারণ

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১৮:২০
ছবি : বাসস

খুলনা, ১৭ জুন, ২০২৫ (বাসস) : খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী সাহাগীর হোসেন পাভেলকে অপসারণ করা হয়েছে। 

উপজেলা সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দ দাসকে বারাকপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম আজ জানান, সোমবার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের এক আদেশে তাকে অপসারণ করা হয়। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ত্যাগের পর অনেকটা লোকচক্ষুর অন্তরালে ছিলেন ইউপি চেয়ারম্যান পাভেল। বিভিন্ন অনিয়ম ও কর্মস্থলে ধারাবাহিকভাবে অনুপস্থিতির কারণে ইউনিয়নবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হন। এসব কারণে ওই ইউনিয়ন পরিষদের সদস্যরা তার অপসারণের দাবিতে জেলা প্রশাসক বরাবর লিখিত অনাস্থা প্রস্তাব দেন।

স্থানীয় জানায়, গাজী সাহাগীর হোসেন পাভেল লাখোয়াটি গ্রামের আলোচিত শেখ আনছার আলী হত্যা মামলার আসামি। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর গত ২১ অক্টোবর রাতে রাজধানী ঢাকার একটি আবাসিক হোটেল থেকে পল্টন থানা পুলিশ পাভেলকে গ্রেপ্তার করে। পরেরদিন পল্টন থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। পরবর্তীতে ওই মামলায় তিনি জামিনে মুক্ত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু 
সবাই ঐক্যবদ্ধ থেকে দলকে জয়ী করতে হবে : মির্জা আব্বাস
বিশ্বকাপে রেকর্ড গড়ে র‌্যাংকিংয়ের শীর্ষে উলভার্ট
কর্মকর্তাদের দক্ষতা দিয়ে সেবা প্রদানের নির্দেশনা দিয়েছেন নবনিযুক্ত পাট সচিব
এশিয়ার সবচেয়ে বড় আরচ্যারী উৎসবের জন্য প্রস্তুত ঢাকা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট ব্যবহারের নির্দেশনা
ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ বড় পতন, লেনদেনে মন্দাভাব
আইসিসির সেরা একাদশের অধিনায়ক উলভার্ট, নেই বাংলাদেশের ক্রিকেটার
ভারতের ঘটনাকে বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ে ঢাবিতে দিনব্যাপী কর্মশালা
১০