নরসিংদীতে র‌্যাবের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার : অপহরণকারী গ্রেপ্তার 

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১৮:৩১
ছবি : বাসস

নরসিংদী, ১৭ জুন, ২০২৫ (বাসস) : নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া এলাকা থেকে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১, সিপিএসসি নরসিংদী ক্যাম্প।  অভিযানে অপহরণকারী মো. বাহাদুর ইসলামকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের জানান র‌্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্পের কমান্ডার জুয়েল রানা।

গ্রেপ্তারকৃত অপহরণকারী হলেন-কিশোরগঞ্জ কটিয়াদি লক্ষিগঞ্জের মমরদিয়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, গত ১৩ জুন সকাল আনুমানিক ৭টায় সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার পলাশগাঁও এলাকার বাসিন্দা ১৩ বছর বয়সী তানজিনা আক্তার নিপাকে তার বাড়ির সামনে বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ মেইন রোড থেকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে অভিযুক্ত বাহাদুর ইসলাম ও তার সহযোগী মো. ইসলাম (১৯)। ঘটনার পর ভিকটিমের পরিবার মামলা দায়ের করলে র‌্যাব-১১, সিপিএসসি নরসিংদী তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৭ জুন রাত ২টা ৩০ মিনিটে র‌্যাব-১১ এর একটি দল মনোহরদী থানার হাতিরদিয়া বাজার সংলগ্ন হাজী নুরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। সেখানে থেকে অপহৃত কিশোরী তানজিনাকে উদ্ধার করা হয় এবং মূল অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব নরসিংদী ক্যাম্পের কমান্ডার জুয়েল রানা বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মনোহরদীর হাতিরদিয়া বাজার এলাকার নুরুল ইসলামের বাড়ি থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে কিশোরী ও আসামিকে বিশ্বম্ভরপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু 
সবাই ঐক্যবদ্ধ থেকে দলকে জয়ী করতে হবে : মির্জা আব্বাস
বিশ্বকাপে রেকর্ড গড়ে র‌্যাংকিংয়ের শীর্ষে উলভার্ট
কর্মকর্তাদের দক্ষতা দিয়ে সেবা প্রদানের নির্দেশনা দিয়েছেন নবনিযুক্ত পাট সচিব
এশিয়ার সবচেয়ে বড় আরচ্যারী উৎসবের জন্য প্রস্তুত ঢাকা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট ব্যবহারের নির্দেশনা
ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ বড় পতন, লেনদেনে মন্দাভাব
আইসিসির সেরা একাদশের অধিনায়ক উলভার্ট, নেই বাংলাদেশের ক্রিকেটার
ভারতের ঘটনাকে বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ে ঢাবিতে দিনব্যাপী কর্মশালা
১০