নরসিংদীতে র‌্যাবের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার : অপহরণকারী গ্রেপ্তার 

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১৮:৩১
ছবি : বাসস

নরসিংদী, ১৭ জুন, ২০২৫ (বাসস) : নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া এলাকা থেকে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১, সিপিএসসি নরসিংদী ক্যাম্প।  অভিযানে অপহরণকারী মো. বাহাদুর ইসলামকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের জানান র‌্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্পের কমান্ডার জুয়েল রানা।

গ্রেপ্তারকৃত অপহরণকারী হলেন-কিশোরগঞ্জ কটিয়াদি লক্ষিগঞ্জের মমরদিয়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, গত ১৩ জুন সকাল আনুমানিক ৭টায় সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার পলাশগাঁও এলাকার বাসিন্দা ১৩ বছর বয়সী তানজিনা আক্তার নিপাকে তার বাড়ির সামনে বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ মেইন রোড থেকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে অভিযুক্ত বাহাদুর ইসলাম ও তার সহযোগী মো. ইসলাম (১৯)। ঘটনার পর ভিকটিমের পরিবার মামলা দায়ের করলে র‌্যাব-১১, সিপিএসসি নরসিংদী তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৭ জুন রাত ২টা ৩০ মিনিটে র‌্যাব-১১ এর একটি দল মনোহরদী থানার হাতিরদিয়া বাজার সংলগ্ন হাজী নুরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। সেখানে থেকে অপহৃত কিশোরী তানজিনাকে উদ্ধার করা হয় এবং মূল অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব নরসিংদী ক্যাম্পের কমান্ডার জুয়েল রানা বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মনোহরদীর হাতিরদিয়া বাজার এলাকার নুরুল ইসলামের বাড়ি থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে কিশোরী ও আসামিকে বিশ্বম্ভরপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০