নরসিংদীতে র‌্যাবের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার : অপহরণকারী গ্রেপ্তার 

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১৮:৩১
ছবি : বাসস

নরসিংদী, ১৭ জুন, ২০২৫ (বাসস) : নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া এলাকা থেকে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১, সিপিএসসি নরসিংদী ক্যাম্প।  অভিযানে অপহরণকারী মো. বাহাদুর ইসলামকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের জানান র‌্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্পের কমান্ডার জুয়েল রানা।

গ্রেপ্তারকৃত অপহরণকারী হলেন-কিশোরগঞ্জ কটিয়াদি লক্ষিগঞ্জের মমরদিয়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, গত ১৩ জুন সকাল আনুমানিক ৭টায় সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার পলাশগাঁও এলাকার বাসিন্দা ১৩ বছর বয়সী তানজিনা আক্তার নিপাকে তার বাড়ির সামনে বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ মেইন রোড থেকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে অভিযুক্ত বাহাদুর ইসলাম ও তার সহযোগী মো. ইসলাম (১৯)। ঘটনার পর ভিকটিমের পরিবার মামলা দায়ের করলে র‌্যাব-১১, সিপিএসসি নরসিংদী তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৭ জুন রাত ২টা ৩০ মিনিটে র‌্যাব-১১ এর একটি দল মনোহরদী থানার হাতিরদিয়া বাজার সংলগ্ন হাজী নুরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। সেখানে থেকে অপহৃত কিশোরী তানজিনাকে উদ্ধার করা হয় এবং মূল অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব নরসিংদী ক্যাম্পের কমান্ডার জুয়েল রানা বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মনোহরদীর হাতিরদিয়া বাজার এলাকার নুরুল ইসলামের বাড়ি থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে কিশোরী ও আসামিকে বিশ্বম্ভরপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০