শেরপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১৮:৪১
শেরপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা। ছবি : বাসস

শেরপুর, ১৭ জুন ২০২৫ (বাসস) : জেলায় আজ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুর ১২ টায়জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই কর্মশালা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রাজীব উল আহসানের সভাপতিত্বে এ কর্মশালায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শাহ শিবলী সাদিক, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের জেলা ব্যবস্থাপক গোলাম রব্বানী প্রমুখ বক্তব্য রাখেন।

কর্মশালায় জানানো হয়, গত একবছরে জেলার গ্রাম আদালতগুলোতে ২ হাজার ৮২ টি মামলা দায়ের হয়েছে এবং ৯৬ দশমিক ৪৯ শতাংশ মামলা নিষ্পত্তি হয়েছে। ওই সময়ে আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষকে চারকোটি ৯২ লাখ ৯ হাজার ৫০০ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, স্বল্প সময় ও খরচে স্থানীয় বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালতের কার্যক্রম প্রশংসিত। প্রান্তিক পর্যায়ে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বাসযোগ্য সমাজ গড়তে গ্রাম আদালতকে আরো সক্রিয় করতে প্রশাসন কাজ করে যাবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন কার্কি
চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 
মেধাবী শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হতে হবে : মনির হায়দার
সারাদেশে অপরিবর্তিত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা
রাশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
নিরাপত্তা চুক্তির বিষয়ে ইসরাইলের সঙ্গে আলোচনা চলছে: সিরিয়ার প্রেসিডেন্ট 
নতুন ঋণের ধাক্কায় ফ্রান্সের ক্রেডিট রেটিং কমিয়েছে ফিচ
গাজায় ইসরাইলের হামলায় নিহত আরও ৫০
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০
বগুড়ায় বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু
১০