নাগরিক সেবা নিশ্চিতে কেসিসি’র উদাসীনতায় বিএনপির উদ্বেগ প্রকাশ

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১৮:৫০
ছবি : সংগৃহীত

খুলনা, ১৭ জুন, ২০২৫ (বাসস) : খুলনা মহানগরীর বিভিন্ন এলাকার অসমাপ্ত রাস্তার কাজ সমাপ্ত, ডেঙ্গু নির্মূলে আগেভাগে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবৈধ ইজিবাইক প্রবেশ বন্ধে দাবি জানানো হলেও খুলনা সিটি কর্পোরেশনের উদাসীনতায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন খুলনা বিএনপির নেতৃবৃন্দ।

বিএনপির মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে এসব অভিযোগ ও উদ্বেগ প্রকাশ করেন বিএনপি নেতারা।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ২৭ এপ্রিল এসব দাবিতে বিএনপি বিবৃতি প্রদান করলেও কেসিসি কর্তৃপক্ষ কোন ধরনের দায়িত্বশীল কার্যক্রম পরিচালনা করেনি। সিটি কর্পোরেশনের জবাবদিহিতা না থাকার কারণে নগরীর অধিকাংশ সড়কের বেহাল দশায় নগরীতে যানজট লেগেই থাকে।

বিবৃতিতে বলা হয়, বর্ষা মৌসুমের আগেই প্রাণঘাতি ডেঙ্গু নির্মূলে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বিগত বছরগুলোর অভিজ্ঞতা মাথায় নিয়ে মৌসুমের আগেই মশক নিধনে খুলনা সিটি কর্পোরেশনকে কর্মতৎপরতা পরিচালনার দাবি জানানো হয়েছিল। কিন্তু কেসিসি’র ভূমিকা নগরবাসীকে রীতিমতো হতাশ করেছে। মশক নিধনে ফগার মেশিন দিয়ে সৃষ্ট ধোঁয়ার কুণ্ডলীর ভেতরেই শত শত মশার জীবন্ত ওড়াউড়ি প্রমাণ করে দিচ্ছে কেসিসি’র ছিটানো স্প্রে মশক নিধনে কেবল অকার্যকরই নয়, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সততার ভয়াবহ ঘাটতির পরিচায়ক।

নেতৃবৃন্দ আরো বলেন, সংশ্লিষ্টদের উদাসীনতায় খুলনা মহানগরীতে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশা ছড়াছড়ি চলছে। নিয়ন্ত্রণহীনভাবে এসব বাহন চলাচলের কারণে রাস্তায় বিশৃঙ্খলা ও মোড়ে মোড়ে মারাত্মক যানজট সৃষ্টি হচ্ছে। বেপরোয়া চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। খুলনা সিটি কর্পোরেশন ২ হাজার ইজিবাইক চলাচলের অনুমোদন দিলেও বর্তমানে চলাচল করছে প্রায় ২০ হাজার ইজিবাইক। লাইসেন্সকৃত রিকশা সংখ্যা ১৭ হাজার হলেও চলাচল করে প্রায় ৩০ হাজার রিকশা। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন নাগরিক সেবা নিশ্চিত করতে প্রশাসক নিয়োগ করা হয়েছে কিন্তু খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক শুধু অফিসে বসে দাপ্তরিক কাজ করেন যা নাগরিক সেবা নিশ্চিতে বড় অন্তরায়।

প্রশাসককে আরো দায়িত্বশীল হয়ে নিয়মিত নগরী ঘুরে ঘুরে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি। একই সঙ্গে সড়কগুলো দ্রুত মেরামত, ডেঙ্গু নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ইজিবাইক নিয়ন্ত্রণের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. মোমরেজুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইসরাইলি হামলার নিন্দা জানাতে কাতারে আরব ও মুসলিম নেতাদের বৈঠক
রাজধানীতে অভিযানে গ্রেফতার ১০
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যুবাদের চতুর্থ ম্যাচও পরিত্যক্ত
বার্ন ইনিস্টিউট থেকে ছাড়পত্র পেলেন আরও দুই মাইলস্টোন শিক্ষার্থী
পুলিশের অভিযানে চুরি যাওয়া প্রায় ২৫ লাখ টাকাসহ গ্রেফতার ১
শোকাহত নেপালিরা আশা করছেন বিক্ষোভে মৃত্যু পরিবর্তন আনবে
সল্টের বিধ্বংসী সেঞ্চুরিতে রেকর্ডময় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল ইংল্যান্ড
টাঙ্গাইলে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
এশিয়া কাপে কাল মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৯
১০