নাগরিক সেবা নিশ্চিতে কেসিসি’র উদাসীনতায় বিএনপির উদ্বেগ প্রকাশ

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১৮:৫০
ছবি : সংগৃহীত

খুলনা, ১৭ জুন, ২০২৫ (বাসস) : খুলনা মহানগরীর বিভিন্ন এলাকার অসমাপ্ত রাস্তার কাজ সমাপ্ত, ডেঙ্গু নির্মূলে আগেভাগে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবৈধ ইজিবাইক প্রবেশ বন্ধে দাবি জানানো হলেও খুলনা সিটি কর্পোরেশনের উদাসীনতায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন খুলনা বিএনপির নেতৃবৃন্দ।

বিএনপির মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে এসব অভিযোগ ও উদ্বেগ প্রকাশ করেন বিএনপি নেতারা।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ২৭ এপ্রিল এসব দাবিতে বিএনপি বিবৃতি প্রদান করলেও কেসিসি কর্তৃপক্ষ কোন ধরনের দায়িত্বশীল কার্যক্রম পরিচালনা করেনি। সিটি কর্পোরেশনের জবাবদিহিতা না থাকার কারণে নগরীর অধিকাংশ সড়কের বেহাল দশায় নগরীতে যানজট লেগেই থাকে।

বিবৃতিতে বলা হয়, বর্ষা মৌসুমের আগেই প্রাণঘাতি ডেঙ্গু নির্মূলে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বিগত বছরগুলোর অভিজ্ঞতা মাথায় নিয়ে মৌসুমের আগেই মশক নিধনে খুলনা সিটি কর্পোরেশনকে কর্মতৎপরতা পরিচালনার দাবি জানানো হয়েছিল। কিন্তু কেসিসি’র ভূমিকা নগরবাসীকে রীতিমতো হতাশ করেছে। মশক নিধনে ফগার মেশিন দিয়ে সৃষ্ট ধোঁয়ার কুণ্ডলীর ভেতরেই শত শত মশার জীবন্ত ওড়াউড়ি প্রমাণ করে দিচ্ছে কেসিসি’র ছিটানো স্প্রে মশক নিধনে কেবল অকার্যকরই নয়, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সততার ভয়াবহ ঘাটতির পরিচায়ক।

নেতৃবৃন্দ আরো বলেন, সংশ্লিষ্টদের উদাসীনতায় খুলনা মহানগরীতে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশা ছড়াছড়ি চলছে। নিয়ন্ত্রণহীনভাবে এসব বাহন চলাচলের কারণে রাস্তায় বিশৃঙ্খলা ও মোড়ে মোড়ে মারাত্মক যানজট সৃষ্টি হচ্ছে। বেপরোয়া চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। খুলনা সিটি কর্পোরেশন ২ হাজার ইজিবাইক চলাচলের অনুমোদন দিলেও বর্তমানে চলাচল করছে প্রায় ২০ হাজার ইজিবাইক। লাইসেন্সকৃত রিকশা সংখ্যা ১৭ হাজার হলেও চলাচল করে প্রায় ৩০ হাজার রিকশা। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন নাগরিক সেবা নিশ্চিত করতে প্রশাসক নিয়োগ করা হয়েছে কিন্তু খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক শুধু অফিসে বসে দাপ্তরিক কাজ করেন যা নাগরিক সেবা নিশ্চিতে বড় অন্তরায়।

প্রশাসককে আরো দায়িত্বশীল হয়ে নিয়মিত নগরী ঘুরে ঘুরে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি। একই সঙ্গে সড়কগুলো দ্রুত মেরামত, ডেঙ্গু নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ইজিবাইক নিয়ন্ত্রণের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. মোমরেজুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০