চট্টগ্রামে কাভার্ডভ্যান চালকের কাছ থেকে থানা লুটের অস্ত্র উদ্ধার

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১৮:৫৯
ছবি : বাসস

চট্টগ্রাম, ১৭ জুন, ২০২৫ (বাসস) : গত বছরের ৫ আগস্ট সরকার পতনের দিন চট্টগ্রামের কোতোয়ালী থানায় লুটপাট হয়েছিল। সেদিনের লুট হওয়া পুলিশের একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 

আজ মঙ্গলবার কোতোয়ালী থানার ওসি আবদুল করিম জানান, সোর্সের দেওয়া তথ্যে গতকাল সোমবার গভীর রাতে পতেঙ্গা থানার আকমল আলী ঘাট থেকে কাভার্ডভ্যান চালক মো. রুবেল ওরফে রনিকে (২৮) আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে কোতোয়ালী থানার ইয়াকুব নগর লইট্টাঘাটা এলাকা থেকে এসব অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। রনির বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলায়। আটককৃত রনির হেফাজত থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি নাইন এমএম তরাশ পিস্তল, দু’টি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গত ৫ আগস্ট সরকার পতনের দিন চট্টগ্রামের কোতোয়ালী থানায় লুটপাটে রনি অংশ নিয়েছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে। অস্ত্রটি উদ্ধারের পর নম্বর দেখে সেটি কোতোয়ালী থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র বলে নিশ্চিত হওয়া গেছে বলে জানান তিনি।

নগর পুলিশের দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আলমগীর হোসেন বলেন, ‘রনির কোনো রাজনৈতিক পরিচয় এখনো পাওয়া যায়নি। সে অসৎ উদ্দেশ্যেই অস্ত্র লুট করেছিল। আর কোতোয়ালী থানাসহ বিভিন্ন থানা হতে লুট করা অস্ত্রগুলো উদ্ধারে আমাদের তৎপরতা চলমান আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০