চট্টগ্রামে কাভার্ডভ্যান চালকের কাছ থেকে থানা লুটের অস্ত্র উদ্ধার

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১৮:৫৯
ছবি : বাসস

চট্টগ্রাম, ১৭ জুন, ২০২৫ (বাসস) : গত বছরের ৫ আগস্ট সরকার পতনের দিন চট্টগ্রামের কোতোয়ালী থানায় লুটপাট হয়েছিল। সেদিনের লুট হওয়া পুলিশের একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 

আজ মঙ্গলবার কোতোয়ালী থানার ওসি আবদুল করিম জানান, সোর্সের দেওয়া তথ্যে গতকাল সোমবার গভীর রাতে পতেঙ্গা থানার আকমল আলী ঘাট থেকে কাভার্ডভ্যান চালক মো. রুবেল ওরফে রনিকে (২৮) আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে কোতোয়ালী থানার ইয়াকুব নগর লইট্টাঘাটা এলাকা থেকে এসব অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। রনির বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলায়। আটককৃত রনির হেফাজত থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি নাইন এমএম তরাশ পিস্তল, দু’টি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গত ৫ আগস্ট সরকার পতনের দিন চট্টগ্রামের কোতোয়ালী থানায় লুটপাটে রনি অংশ নিয়েছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে। অস্ত্রটি উদ্ধারের পর নম্বর দেখে সেটি কোতোয়ালী থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র বলে নিশ্চিত হওয়া গেছে বলে জানান তিনি।

নগর পুলিশের দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আলমগীর হোসেন বলেন, ‘রনির কোনো রাজনৈতিক পরিচয় এখনো পাওয়া যায়নি। সে অসৎ উদ্দেশ্যেই অস্ত্র লুট করেছিল। আর কোতোয়ালী থানাসহ বিভিন্ন থানা হতে লুট করা অস্ত্রগুলো উদ্ধারে আমাদের তৎপরতা চলমান আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন কার্কি
চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 
মেধাবী শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হতে হবে : মনির হায়দার
সারাদেশে অপরিবর্তিত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা
রাশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
নিরাপত্তা চুক্তির বিষয়ে ইসরাইলের সঙ্গে আলোচনা চলছে: সিরিয়ার প্রেসিডেন্ট 
নতুন ঋণের ধাক্কায় ফ্রান্সের ক্রেডিট রেটিং কমিয়েছে ফিচ
গাজায় ইসরাইলের হামলায় নিহত আরও ৫০
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০
বগুড়ায় বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু
১০