নওগাঁয় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত 

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১৯:০১

নওগাঁ, ১৭ জুন, ২০২৫ (বাসস) : জেলার মান্দা উপজেলায় আজ সড়ক দুর্ঘটনায় শিশু আছিয়া আক্তার জান্নাত (বয়স আড়াই বছর)-এর মৃত্যু হয়েছে।  

আজ মঙ্গলবার দুপুরে মান্দা উপজেলার পলাশবাড়ি-পাঁজরভাঙ্গা সড়কের কশব ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আছিয়া আক্তার জান্নাত জেলার মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের উত্তর চকরামপুর গ্রামের আকাশ হোসেন প্রামানিকের মেয়ে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার মান্দা উপজেলায় আজ ব্যাটারী-চালিত ভ্যানে মা মৌসুমী আক্তারের সঙ্গে নানার বাড়িতে যাচ্ছিল শিশু আছিয়া আক্তার জান্নাত। পথিমধ্যে কশব ইউনিয়ন পরিষদ এলাকায় পেছন থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা ভ্যানটিকে পিছন দিক থেকে ধাক্কা দিলে আছিয়া আক্তার জান্নাত রাস্তায় ছিঁটকে পড়ে গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘাতক সিএনজি-চালিত অটোরিকশাটি জব্দ এবং চালক মিজানুর রহমানকে আটক করা হয়েছে। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন কার্কি
চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 
মেধাবী শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হতে হবে : মনির হায়দার
সারাদেশে অপরিবর্তিত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা
রাশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
নিরাপত্তা চুক্তির বিষয়ে ইসরাইলের সঙ্গে আলোচনা চলছে: সিরিয়ার প্রেসিডেন্ট 
নতুন ঋণের ধাক্কায় ফ্রান্সের ক্রেডিট রেটিং কমিয়েছে ফিচ
গাজায় ইসরাইলের হামলায় নিহত আরও ৫০
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০
বগুড়ায় বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু
১০