বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১৮:৫৯
বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন । ফাইল ছবি

ঢাকা, ১৭ জুন, ২০২৫ (বাসস) : সম্মিলিত ব্যবসায়ী পরিষদের একটি প্রতিনিধি দল মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে তাদের বিভিন্ন দাবি এবং সাংগঠনিক বিষয়ে অবহিত করতে সাক্ষাৎ করেছেন।

পরিষদের আহ্বায়ক মীর নিজাম উদ্দিন আহমেদ এর নেতৃত্বে এফবিসিসিআই আপিল বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহিম খান, নিজাম উদ্দিন রাজেশ, শহিদুল হক মোল্লা, সৈয়দ বখতিয়ার, ইসাকুল হক সুইট, আবুল হাশেম, আমির হোসেন নূরানী, আবু সাদেক প্রমুখ ব্যবসায়ী নেতা উপস্থিত ছিলেন।

এসময় উপদেষ্টাকে ব্যবসায়ী নেতারা জানান, বাণিজ্য বিধিমালার বেশ কিছু বিধি, উপবিধিসমূহ বাণিজ্য সংগঠনগুলোর জন্য অনুকূল নয়। এগুলো ক্ষুদ্র ও মাঝারি শ্রেণির অ্যাসোসিয়েশন ও চেম্বারগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। তাই বাণিজ্য সংগঠন বিধিমালা সম্পূর্ণ বিলুপ্ত করার  আবেদন জানান।

ব্যবসায়ী নেতারা বাণিজ্য উপদেষ্টাকে জানান, একজন ভোটারের মৌলিক অধিকার হচ্ছে যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করা। যেহেতু বাণিজ্য সংগঠনগুলো অলাভজনক, তাই বাণিজ্য সংগঠনগুলোর নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপের মাধ্যমে বাতিল করা মোটেই কাম্য নয়। ব্যবসায়ীদের পক্ষ থেকে যে সব দাবি উপস্থাপন করা হয়, সেগুলোর মধ্যে রয়েছে,  ডিভিসি বাতিল, চাঁদার হার কমানো, সহায়ক কমিটি বাতিল ও ১৯৯৪ সালের আইন বিলুপ্তি।

বাণিজ্য উপদেষ্টা ব্যবসায়ীদের দাবিসমূহ অবগত হন এবং আশ্বাস দিয়েছেন বিষয়গুলো বিচার বিশ্লেষণ করে কীভাবে সমাধান করা যায় তা গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু 
সবাই ঐক্যবদ্ধ থেকে দলকে জয়ী করতে হবে : মির্জা আব্বাস
বিশ্বকাপে রেকর্ড গড়ে র‌্যাংকিংয়ের শীর্ষে উলভার্ট
কর্মকর্তাদের দক্ষতা দিয়ে সেবা প্রদানের নির্দেশনা দিয়েছেন নবনিযুক্ত পাট সচিব
এশিয়ার সবচেয়ে বড় আরচ্যারী উৎসবের জন্য প্রস্তুত ঢাকা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট ব্যবহারের নির্দেশনা
ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ বড় পতন, লেনদেনে মন্দাভাব
আইসিসির সেরা একাদশের অধিনায়ক উলভার্ট, নেই বাংলাদেশের ক্রিকেটার
ভারতের ঘটনাকে বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ে ঢাবিতে দিনব্যাপী কর্মশালা
১০