বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১৮:৫৯
বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন । ফাইল ছবি

ঢাকা, ১৭ জুন, ২০২৫ (বাসস) : সম্মিলিত ব্যবসায়ী পরিষদের একটি প্রতিনিধি দল মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে তাদের বিভিন্ন দাবি এবং সাংগঠনিক বিষয়ে অবহিত করতে সাক্ষাৎ করেছেন।

পরিষদের আহ্বায়ক মীর নিজাম উদ্দিন আহমেদ এর নেতৃত্বে এফবিসিসিআই আপিল বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহিম খান, নিজাম উদ্দিন রাজেশ, শহিদুল হক মোল্লা, সৈয়দ বখতিয়ার, ইসাকুল হক সুইট, আবুল হাশেম, আমির হোসেন নূরানী, আবু সাদেক প্রমুখ ব্যবসায়ী নেতা উপস্থিত ছিলেন।

এসময় উপদেষ্টাকে ব্যবসায়ী নেতারা জানান, বাণিজ্য বিধিমালার বেশ কিছু বিধি, উপবিধিসমূহ বাণিজ্য সংগঠনগুলোর জন্য অনুকূল নয়। এগুলো ক্ষুদ্র ও মাঝারি শ্রেণির অ্যাসোসিয়েশন ও চেম্বারগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। তাই বাণিজ্য সংগঠন বিধিমালা সম্পূর্ণ বিলুপ্ত করার  আবেদন জানান।

ব্যবসায়ী নেতারা বাণিজ্য উপদেষ্টাকে জানান, একজন ভোটারের মৌলিক অধিকার হচ্ছে যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করা। যেহেতু বাণিজ্য সংগঠনগুলো অলাভজনক, তাই বাণিজ্য সংগঠনগুলোর নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপের মাধ্যমে বাতিল করা মোটেই কাম্য নয়। ব্যবসায়ীদের পক্ষ থেকে যে সব দাবি উপস্থাপন করা হয়, সেগুলোর মধ্যে রয়েছে,  ডিভিসি বাতিল, চাঁদার হার কমানো, সহায়ক কমিটি বাতিল ও ১৯৯৪ সালের আইন বিলুপ্তি।

বাণিজ্য উপদেষ্টা ব্যবসায়ীদের দাবিসমূহ অবগত হন এবং আশ্বাস দিয়েছেন বিষয়গুলো বিচার বিশ্লেষণ করে কীভাবে সমাধান করা যায় তা গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন কার্কি
চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 
মেধাবী শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হতে হবে : মনির হায়দার
সারাদেশে অপরিবর্তিত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা
রাশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
নিরাপত্তা চুক্তির বিষয়ে ইসরাইলের সঙ্গে আলোচনা চলছে: সিরিয়ার প্রেসিডেন্ট 
নতুন ঋণের ধাক্কায় ফ্রান্সের ক্রেডিট রেটিং কমিয়েছে ফিচ
গাজায় ইসরাইলের হামলায় নিহত আরও ৫০
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০
বগুড়ায় বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু
১০