বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১৮:৫৯
বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন । ফাইল ছবি

ঢাকা, ১৭ জুন, ২০২৫ (বাসস) : সম্মিলিত ব্যবসায়ী পরিষদের একটি প্রতিনিধি দল মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে তাদের বিভিন্ন দাবি এবং সাংগঠনিক বিষয়ে অবহিত করতে সাক্ষাৎ করেছেন।

পরিষদের আহ্বায়ক মীর নিজাম উদ্দিন আহমেদ এর নেতৃত্বে এফবিসিসিআই আপিল বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহিম খান, নিজাম উদ্দিন রাজেশ, শহিদুল হক মোল্লা, সৈয়দ বখতিয়ার, ইসাকুল হক সুইট, আবুল হাশেম, আমির হোসেন নূরানী, আবু সাদেক প্রমুখ ব্যবসায়ী নেতা উপস্থিত ছিলেন।

এসময় উপদেষ্টাকে ব্যবসায়ী নেতারা জানান, বাণিজ্য বিধিমালার বেশ কিছু বিধি, উপবিধিসমূহ বাণিজ্য সংগঠনগুলোর জন্য অনুকূল নয়। এগুলো ক্ষুদ্র ও মাঝারি শ্রেণির অ্যাসোসিয়েশন ও চেম্বারগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। তাই বাণিজ্য সংগঠন বিধিমালা সম্পূর্ণ বিলুপ্ত করার  আবেদন জানান।

ব্যবসায়ী নেতারা বাণিজ্য উপদেষ্টাকে জানান, একজন ভোটারের মৌলিক অধিকার হচ্ছে যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করা। যেহেতু বাণিজ্য সংগঠনগুলো অলাভজনক, তাই বাণিজ্য সংগঠনগুলোর নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপের মাধ্যমে বাতিল করা মোটেই কাম্য নয়। ব্যবসায়ীদের পক্ষ থেকে যে সব দাবি উপস্থাপন করা হয়, সেগুলোর মধ্যে রয়েছে,  ডিভিসি বাতিল, চাঁদার হার কমানো, সহায়ক কমিটি বাতিল ও ১৯৯৪ সালের আইন বিলুপ্তি।

বাণিজ্য উপদেষ্টা ব্যবসায়ীদের দাবিসমূহ অবগত হন এবং আশ্বাস দিয়েছেন বিষয়গুলো বিচার বিশ্লেষণ করে কীভাবে সমাধান করা যায় তা গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় আওয়ামিলীগ নেতা গ্রেফতার
প্রথমবারের মত ওয়ানডে দলে সাইফ, ফিরলেন সোহান
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
চাঁদপুরের হাজীগঞ্জে সংঘর্ষের ঘটনায় জামায়াতের নিন্দা, ইউনিয়ন আমির পদচ্যুত
বিএনপির সম্মেলনে জাল ভোট দিতে গিয়ে ধরা পড়ে প্রতিপক্ষকে ছুরিকাঘাত যুবকের
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময়
ভাষা সৈনিক আহমদ রফিকের মৃত্যু অপূরণীয় ক্ষতি : ঢাবি সাদা দল
জনগণের প্রত্যাশা পূরণ করলে ভোট চাইতে হয় না : হাসনাত আব্দুল্লাহ
বাংলাদেশকে ১৪৮ রানের টার্গেট দিল আফগানিস্তান
সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু
১০