করোনা প্রতিরোধে সচেতনতা গড়ে তোলাই সবচেয়ে জরুরি : চসিক মেয়র

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১৯:১৫
ছবি : বাসস

চট্টগ্রাম, ১৭ জুন, ২০২৫ (বাসস) : করোনা প্রতিরোধে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলাই এখন সবচেয়ে জরুরি বলে উল্লেখ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)-এর মেয়র ডা. শাহাদাত হোসেন।

চসিক মেয়র ও সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন বলেন, ‘করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন এক্সবিবি পূর্বের চেয়ে বেশি সংক্রামক। এর মোকাবিলায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে আইসোলেশন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে।’

করোনা ভাইরাসের নতুন ও মারাত্মক ভ্যারিয়েন্ট ওমিক্রন এক্সবিবি প্রতিরোধে চট্টগ্রামে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম সিটি ইউনিট। 

মঙ্গলবার (১৭ জুন) সকালে এ কর্মসূচির অংশ হিসেবে নগরীর আগ্রাবাদ মোড় ও আশপাশের এলাকায় দিনব্যাপী লিফলেট বিতরণ, সচেতনতামূলক মাইকিং, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। 

এ উপলক্ষে আয়োজিত সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র রেড ক্রিসেন্টের এ উদ্যোগের প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সকল স্বেচ্ছাসেবককে আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য প্রাদুর্ভাব সম্পর্কে সতর্ক থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সিটি রেড ক্রিসেন্টের যুব প্রধান আ ন ম তামজীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরী পর্ষদের সদস্য নিজাম উল আলম খান, জিয়াউল হক সোহেল, মো. মেহেদী হাসান রায়হান, ফারাহনাজ মাবুদ সিলভী, মো. এনামুল হক, যুব উপপ্রধান মোজাহিদুল ইসলাম রানা এবং দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগের প্রধান রাকিবুল ইসলাম।

এই কার্যক্রমে যুব রেড ক্রিসেন্টের শতাধিক স্বেচ্ছাসেবক সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন এবং পথচারী, দোকানদার ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন। 

সভাপতি ও যুব প্রধান জানান, এ ধরনের কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে পরিচালিত হবে। 

বিগত সময়ে করোনা পরিস্থিতিতে রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের নিরলস ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল বলেও অনেকেই মন্তব্য করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু 
সবাই ঐক্যবদ্ধ থেকে দলকে জয়ী করতে হবে : মির্জা আব্বাস
বিশ্বকাপে রেকর্ড গড়ে র‌্যাংকিংয়ের শীর্ষে উলভার্ট
কর্মকর্তাদের দক্ষতা দিয়ে সেবা প্রদানের নির্দেশনা দিয়েছেন নবনিযুক্ত পাট সচিব
এশিয়ার সবচেয়ে বড় আরচ্যারী উৎসবের জন্য প্রস্তুত ঢাকা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট ব্যবহারের নির্দেশনা
ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ বড় পতন, লেনদেনে মন্দাভাব
আইসিসির সেরা একাদশের অধিনায়ক উলভার্ট, নেই বাংলাদেশের ক্রিকেটার
ভারতের ঘটনাকে বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ে ঢাবিতে দিনব্যাপী কর্মশালা
১০