শাহরাস্তি পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

বাসস
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১৪:১৩
ছবি : বাসস

চাঁদপুর, ১৯ জুন, ২০২৫( বাসস) : জেলার শাহরাস্তি পৌরসভার ৬৫ কোটি ৫৪ লাখ ৫৮ হাজার ৫২৪ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নিগার সুলতানা ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।

পৌরবাসীর উপর নতুন করে কোন প্রকার কর আরোপ ছাড়াই এ অর্থ বছরে ৬৪ লাখ ৫৮ হাজার ৫ শত ২৪ টাকা উদ্বৃত্ত রেখে ৬৫ কোটি ৫৪ লাখ ৫৮ হাজার ৫শ’ ২৪ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ব্যায় ধরা হয়েছে ৬৪ কোটি ৯০ লাখ টাকা।

বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১১ কোটি ৯৬ লাখ ৫৫ হাজার ৩৭ টাকা, পানির রাজস্ব আয় ধরা হয়েছে ৯৫ লাখ ৮৫ হাজার টাকা, মোট উন্নয়ন বাজেট ধরা হয়েছে ৫২ কোটি ৬২ লাখ ১৮ হাজার ৪’শ ৮৭ টাকা।

এ অর্থবছরে পৌরবাসীর উপর কোন প্রকার করারোপ করা হয়নি জানিয়ে পৌর প্রশাসক নিগার সুলতানা তার বক্তব্যে বলেন, পৌরবাসীর উন্নয়নের কথা বিবেচনায় এনে বাজেট প্রণয়ন করা হয়েছে। পৌর এলাকার ক্ষতিগ্রস্ত ভৌত অবকাঠামো তথা রাস্তা-ঘাট, ড্রেন, ব্রীজ, পানি ও বিদ্যুৎ লাইন নির্মাণ-পুনঃ নির্মাণ বিষয়ে বাজেটে সর্বাধিক গুরুত্বারোপ। ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ প্রতিরোধ কল্পে বাজেটে আলাদা বরাদ্দ রাখা হয়েছে। করোনা ভাইরাস (কোভিড-১৯) ও ডেলটা, আলফা, ডেলটাপ্লাস ভ্যারিয়েশন ভাইরাস এবং ম্যালেরিয়া/ ইনফ্লুয়েঞ্জা/নিউমোনিয়া প্রতিরোধকল্পে বাজেটে আলাদা বরাদ্দ রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনের আগে জুলাই সনদের ওপর গণভোট চায় জামায়াত : ডা. তাহের
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণসংযোগ ও লিফলেট বিতরণ
প্রবাসীদের ভোটাধিকার দেয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ
বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন: তারেক রহমান
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে: গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 
জনগণের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: ডিএনসিসি প্রশাসক
১০