মিরসরাইয়ে লরি চাপায় একজন নিহত

বাসস
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১৫:১১
ছবি : বাসস

চট্টগ্রাম (উত্তর), ১৯ জুন, ২০২৫ (বাসস) : জেলার  মিরসরাইয়ে কন্টেইনারবাহী লরির নীচে চাপা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বাদামতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম  জয়নাল আবেদীন (৫৫)। তিনি উপজেলার ১২নং খৈয়াছড়া ইউনিয়নের ফেনাপুনি বাদামতলী এলাকার মৃত লকিয়ত উল্লার ছেলে। সে একটি নার্সারির মালিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জয়নাল আবেদীন সকালে চারা নিয়ে বাজারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী কন্টেননারবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পড়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা সাহ্ণঞ মারমা বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাদামতলী এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। স্থানীয়দের সহযোগিতায় নিহতের মরদেহ উদ্ধার করে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আলম মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের সহযোগীতায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার পর লরি চালক পালিয়ে গেছে। তবে লরিটি জব্দ করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
পিআরের উদ্দেশ্য হলো ‘যদি কিছু পায়’: বিএনপি নেতা সালাহউদ্দিন
নীলফামারীতে চীনের উপহারের হাসপাতালের প্রস্তাবিত স্থান পরিদর্শন স্বাস্থ্য উপদেষ্টার
খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবগঞ্জে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬৬৫
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রস্তুতি ইসির
সম্পর্ক জোরদারে সম্মত জাপান ও দক্ষিণ কোরিয়া
১০