মিরসরাইয়ে লরি চাপায় একজন নিহত

বাসস
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১৫:১১
ছবি : বাসস

চট্টগ্রাম (উত্তর), ১৯ জুন, ২০২৫ (বাসস) : জেলার  মিরসরাইয়ে কন্টেইনারবাহী লরির নীচে চাপা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বাদামতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম  জয়নাল আবেদীন (৫৫)। তিনি উপজেলার ১২নং খৈয়াছড়া ইউনিয়নের ফেনাপুনি বাদামতলী এলাকার মৃত লকিয়ত উল্লার ছেলে। সে একটি নার্সারির মালিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জয়নাল আবেদীন সকালে চারা নিয়ে বাজারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী কন্টেননারবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পড়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা সাহ্ণঞ মারমা বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাদামতলী এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। স্থানীয়দের সহযোগিতায় নিহতের মরদেহ উদ্ধার করে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আলম মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের সহযোগীতায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার পর লরি চালক পালিয়ে গেছে। তবে লরিটি জব্দ করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনের আগে জুলাই সনদের ওপর গণভোট চায় জামায়াত : ডা. তাহের
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণসংযোগ ও লিফলেট বিতরণ
প্রবাসীদের ভোটাধিকার দেয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ
বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন: তারেক রহমান
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে: গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 
জনগণের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: ডিএনসিসি প্রশাসক
১০