কক্সবাজারে ২৪ ঘন্টায় আওয়ামী লীগের ৫৫ নেতা-কর্মী গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১৫:২৩

কক্সবাজার, ১৯ জুন, ২০২৫ (বাসস) : কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমের মুক্তির দাবিতে চকরিয়ায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। 

গতকাল বুধবার সকালে চকরিয়া উপজেলা শহরে এই মিছিল হয়। পরে পুলিশ জেলাজুড়ে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৫৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।

গত ২৪ ঘন্টায় আওয়ামী লীগের ৫৫ নেতা-কর্মীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে- রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামশুল আলম মণ্ডল, রাজারকুল ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, চাকমারকুল ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম মনজুর, উখিয়া ছাত্রলীগের সাবেক সভাপতি মকবুল হোসাইন মিথুন, চকরিয়া যুবলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান অহিদ ও ফতেখারকুল ইউনিয়নের আওয়ামী লীগ নেতা শাহ আলম প্রমুখ।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে সাবেক এমপি জাফর আলমকে কড়া নিরাপত্তার মধ্যে কক্সবাজার জেলা কারাগার থেকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। 
আদালতের বিচারক আনোয়ারুল কবির তদন্ত কর্মকর্তাদের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে সাতটি মামলায় তার ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত এলাকায় জাফর আলমের মুক্তির দাবিতে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নালের নেতৃত্বে কয়েক’শ নেতা-কর্মী বিক্ষোভ মিছিল করেন। 

এদিকে চকরিয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক এনামুল হকের নেতৃত্বে বিএনপি’র নেতা-কর্মীরা পাল্টা মিছিল বের করে। এ সময় তারা সাবেক এমপির ফাঁসির দাবিতে স্লোগান দেয়।

এ সময় আদালত চত্বরে ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পাল্টাপাল্টি মিছিলকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়লে, পুলিশ জেলায় অভিযান জোরদার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০