নোয়াখালীতে বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা ; গ্রেপ্তার-২

বাসস
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১৭:১১

নোয়াখালী, ১৯ জুন, ২০২৫ (বাসস) : জেলার বেগমগঞ্জে মর্জিনা আক্তার নামের এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার দায়ে সন্দেহভাজন দুই আসামিকে যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব-১১। 

গতকাল বুধবার বিকেল ও রাতে আসামিদের উপজেলার গোপালপুর ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।

গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার গোপালপুর ইউনিয়নের মোবুল্লাপুর গ্রামের খোনার বাড়ির মৃত জাফরের ছেলে জোবাইদুল ইসলাম রনি (১৬) ও একই ইউনিয়নের দেবকালা গ্রামের আব্দুল করিম মুন্সি বাড়ির মৃত আবুল খায়েরের ছেলে ফিরোজ আহমেদ রাকিব (২৩)।

জানা গেছে, মর্জিনা আক্তার বাড়িতে একা থাকতেন। তার তিন ছেলে বিদেশে থাকেন। ঈদুল আযহা উপলক্ষ্যে ছেলে কামাল বিদেশ থেকে তার মায়ের জন্য বন্ধুর মাধ্যমে ৪০হাজার টাকা পাঠান। টাকা নিয়ে তার বন্ধু বাড়িতে গিয়ে ডাকাডাকি করে ঘরে কারো কোনো সাড়া শব্দ না পেয়ে পরে ঘরের বারান্দার দরজা খোলা অবস্থায় দেখতে পেয়ে ভিতরে প্রবেশ করেন। ঘরে ঢুকে দেখেন আলমারী খোলা, আসবাবপত্র এলোমেলোভাবে পড়ে আছে। তাৎক্ষণিকভাবে তিনি প্রতিবেশীদের ডাকলে তারা ঘরে ঢুকে দেখেন গামছা দিয়ে চোখ, নাক, মুখ বাধা অবস্থায় ও গলায় বিছানার চাদর পেচানো অবস্থায় খাটের ওপর মর্জিনা আক্তারের মরদেহ পড়ে আছে। 

খবর পেয়ে সৌদি আরব থেকে নিহতের ছেলে দেশে এসে মায়ের দাফন সম্পন্ন করেন। পরে আত্মীয়-স্বজনের সাথে পরামর্শ করে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব-১১, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু আরো বলেছেন, মামলা দায়ের হওয়ার পর আসামিরা গ্রেপ্তার এড়াতে পালিয়েছিল। 

গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনের আগে জুলাই সনদের ওপর গণভোট চায় জামায়াত : ডা. তাহের
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণসংযোগ ও লিফলেট বিতরণ
প্রবাসীদের ভোটাধিকার দেয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ
বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন: তারেক রহমান
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে: গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 
জনগণের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: ডিএনসিসি প্রশাসক
১০