কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বাসস
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১৭:৩৬

ঝিনাইদহ, ১৯ জুন, ২০২৫ (বাসস) : জেলার কালীগঞ্জ উপজেলার সড়াবাড়িয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর হোসেন (৩৫) নামে এক যুবক মারা গেছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জাহাঙ্গীর হোসেন উপজেলার সড়াবাড়িয়া এলাকার আকবর বিশ্বাসের ছেলে ও নতুন বাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে নিম্নমান সহকারী পদে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মাঠে আমন ধানের বীজতলা তৈরি করতে যান জাহাঙ্গীর হোসেন। এ সময় বীজতলায় পানি দেয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে  তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে মাঠের লোকজন এসে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নতুনবাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান বলেন, জাহাঙ্গীর হোসেন আমার বিদ্যালয়ে নিম্নমান সহকারী পদে কর্মরত ছিলেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজাউল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, হাসপাতালে পৌছানোর আগেই জাহাঙ্গীর হোসেন মারা যান।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হোসেন বলেন, মরদেহ পরিবারের দাবির প্রেক্ষিতে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিকভাবে তার মরদেহ দাফন করা হবে বলে স্বজনরা জানিয়েছেন। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ায় বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু
জাকসু নির্বাচনের ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ
ওমানকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপ শুরু পাকিস্তানের
রাজবাড়ীর গোয়ালন্দে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক
নেত্রকোণা খালিয়াজুরীতে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের ধাক্কা, নিখোঁজ ৪
দাকোপে লজিক প্রকল্পের পানি শোধনাগার পরিদর্শন করলেন ইইউ রাষ্ট্রদূত
ফারহান ফাইয়াজের মতো শহীদদের স্মরণে নতুন করে দেশ গড়ব : শারমীন এস মুরশিদ
বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না : ড. মঈন খান
চিরনিদ্রায় শায়িত হলেন জাবি শিক্ষক সৌমিতা
ওমানের বিপক্ষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ১৬০ রান
১০