ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রবাসীর 

বাসস
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১৭:৪৬

চট্টগ্রাম (দক্ষিণ), ১৯ জুন, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নুরুল হুদা (৪১) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।

নুরুল হুদা শাকপুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম শাকপুরা গ্রামের খালেক সওদাগর বাড়ির মৃত শফিউর রহমানের ছেলে। নুরুল হুদার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহত নুরুল হুদার বড় ভাই জাহাঙ্গীর আলম বলেছেন, সকালে বোনের জামাতার মোটর সাইকেলে চড়ে বাড়িতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। নুরুল হুদা মোটর সাইকেলের পেছনে বসেছিলেন। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ১১টার সময় পৌরসভার পশ্চিম গোমদণ্ডী জমাদার হাট এলাকায় একটি ইটবাহী ট্রাককে ওভারটেক করতে গেলে সামনে অটোরিকশা দেখে মোটর সাইকেলটি ব্রেক কষে কাত হয়ে পড়ে যায়। এসময় মোটর সাইকেলের পেছনে বসা এক আরোহী ট্রাকে পেছনের চাকায় পিষ্ট হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ট্রাক চালক আরিফুরকে (৩৫) আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০